Best Bangla Pdf Book List 01

প্রোডাক্টিভ মুসলিম – Productive Muslim Pdf bangla Review

বইঃ প্রোডাক্টিভ মুসলিম।
লেখকের নামঃ মুহাম্মাদ ফারিস।
ভাষান্তরঃ মিরাজ রহমান, হামিদ সিরাজী।
প্রকাশনীর নামঃ গার্ডিয়ান  পাবলিকেশন্স।
প্রকাশকের নামঃ নূর মুহাম্মাদ  আবু তাহের।
অনলাইন পরিবেশকঃ www.rokomari.com
কি ক্যাটাগরির বইঃ আত্মউন্নয়ন মূলক।
হার্ড  কভার মূল্যঃ ৩৬৫
পেপারব্যাক মূল্যঃ ৩৪০

প্রোডাক্টিভ মুসলিম বই রিভিউ:

প্রোডাক্টিভ  শব্দটি দিয়ে  মূলত সমসাময়িক  বিশ্বে মুসলিমদের প্রোডাক্টিভ করে তোলার উপায় কে বুঝানো  হয়েছে।

ভূমিকাঃ এই বইটি  মূলত প্রোডাক্টিভ মুসলিম ওয়েবসাইটের  দীর্ঘদিনের অতি  মূল্যবান ফসল।  www.productive muslim. com  ওয়েবসাইট টির যাত্রা শুরু ২০০৭ সালে।  বইটি  এক বসাতে পড়ে ফেলা সম্ভব তবে গুরুত্ব  এক বসাতে বোঝা সম্ভব না ।

প্রথম অধ্যায়ঃ প্রোডাক্টিভিটি কি তা নিয়ে আলোচনা  করা হয়েছে।

প্রোডাক্টিভিটি মানে সময়ের সংকলন করে, সময়ের উওম ব্যবহার করে কিভাবে লাভবান  হওয়া যায়।
কোনো  একটা কাজে বা প্রচেষ্টায় অধিক ফলবান হওয়াকে প্রোডাক্টিভিটি বলে।

প্রোডাক্টিভিটি  = মনোযোগ ×শারীরিক  কর্মক্ষমতা ×সময় (অবশ্যই  একটি  লাভজনক উদ্দেশ্য) ।

মনে রাখতে হবে “সময়  জীবন, জীবনই সময়”। আর মনকে  ফোকাস  করতে হবে প্রোডাক্টিভ ও প্রয়োজনীয় বিষয়ে। অপ্রয়োজনীয়  বিষয় কে গুরুত্ব  দিলে প্রয়োজনীয় বিষয়ে সময়  পাওয়া যাবে না।  প্রথম অধ্যায়ে আরো আলোচনা হয়েছে প্রোডাক্টিভিটি নিয়ে  ভুল ধারনা সমূহ।

দ্বিতীয়  অধ্যায়ঃ ইসলাম ও প্রোডাক্টিভিটি  নিয়ে  আলোচনা করা হয়েছে।

ইসলাম  প্রোডাক্টিভিটি  কে দেহ, মন ও আত্মার ভারসাম্য  আনয়নের একটি  মাধ্যম হিসেবে গ্রহন করেছে।

ক)লক্ষ্য উদ্দেশ্য ভিত্তিক প্রোডাক্টিভিটিঃ
জীবনের  সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে। অবশ্যই ইসলাম  একটি  সুস্পষ্ট  জীবন দর্শন যা আমাদের সিদ্ধান্ত গ্রহন প্রক্রিয়ায় দারুণ প্রভাব ফেলে।  আল্লাহ দুটি  কারনে পৃথিবীতে মানুষ  পাঠিয়েছেন _

I) আল্লাহর  দাস হতে।

আল্লাহর  দাস মানে তার নিজের কোন সিদ্ধান্ত  থাকবে না।  জীবনের  প্রতিটা কাজে আল্লাহর  দাসত্ব মেনে নিতে হবে। এই দাসত্বের  মাধ্যমে  আল্লাহ মুসলিমদের কে   অন্যান্য  সকল দাসত্ব  থেকে মুক্তি  দিয়েছেন।

II) পৃথিবীতে তার সফল খলিফা হতে ।

খলিফা মানে আল্লাহর  প্রতিনিধি হওয়া। একজন  মানুষকে  আল্লাহর  সৃষ্ট দুনিয়াতে  আল্লাহর  প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে হবে।

খ)মূল্যবোধ প্রণোদিত প্রোডাক্টিভিটিঃ

ইসলাম  একটি  সুস্পষ্ট , বাস্তব ও নৈতিক মূল্যবোধ সম্পন গাইডলাইন। যা মানুষকে ব্যক্তিজীবনের উন্নতির পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রের উপকারী করে গড়ে তুলে। এই পর্যায়ে একজন মানুষ  তার মানবিক মর্যাদাকে তার সামনে দেখতে পায়। ইসলামিক মূল্যবোধ ছাড়া প্রোডাক্টিভিটির মূল লক্ষ্য হাসিল হয় না।  ইসলামিক মূল্যবোধ মানে আল্লাহর ভীরুতা  যা কখনো চড়া মূল্যে জরিমানা বা লিখিত চুক্তির মাধ্যমে  অর্জন করা সম্ভব না, এটা ব্যক্তির অন্তরের গহীন থেকে নিজ ইচ্ছায় আসবে৷

গ)রুহ প্রণোদিত প্রোডাক্টিভিটিঃ

প্রোডাক্টিভিটি নিয়ন্ত্রনে শরীরের চেয়ে  আত্মা অনেক বেশি শক্তিশালী। আল্লাহর সাথে আমাদের বন্ধনের ঘাটতি রয়েছে। সেই বন্ধন ঠিক  করতে হবে সীসা ঢালা প্রাচীরের মত করে।

ইসলাম ও  প্রোডাক্টিভিটির ব্যাপারে আমাদের রয়েছে কিছু ভুল ধারনা ।  যেমন অনেক মুসলিম মনে করেন দুনিয়া কে উপেক্ষা করতে হবে।  তারা মনে করে দুনিয়া এবং আখিরাত হল পরস্পর যোগাযোগ  বিচ্ছিন্ন একটি দ্বীপ কিন্তু  ইসলাম বলে দুনিয়া হল আখিরাতের শস্যক্ষেত্র। কাজেই দুনিয়াকে কিভাবে আখিরাতের কাজে লাগানো  যাবে সেই ব্যাপারে প্রোডাক্টিভ মুসলিম বইতে বিস্তারিত লিখা হয়েছে এবং ইসলাম ও প্রোডাক্টিভিটি  নিয়ে আরো কিছু ভুল ধারনা আছে বইটিতে।

তৃতীয় অধ্যায়ঃ স্পিরিচুয়াল প্রোডাক্টিভিটি  নিয়ে  আলোচনা হয়েছে।

এই প্রোডাক্টিভিটির গুরুত্বপূর্ণ উপাদান  হোল ঐশ্বরিক সংযোগ । দৃশ্যমান ও অদৃশ্যমান পৃথিবীর মধ্যে  সম্পর্ক স্থাপন  করা। স্পিরিচুয়াল প্রোডাক্টিভিটির মূল ভিত্তি হল বারাকাহ। ছোট, ছোট  প্রচেষ্টায় বড় প্রাপ্তি হল বারাকাহ। এটা বর্তমানে হারানো  মানিক। অথচ এর উৎস জেনে কাজ করলে তা ফিরে পাওয়া সম্ভব।  স্পিরিচুয়াল  এনার্জি, ফোকাস, সময়  ব্যবহারের মাধ্যমে  আসে স্পিরিচুয়াল  প্রোডাক্টিভিটি।

তাকওয়া, ইহসান,  যিকির, সবর, নামাজ, রোজা ইত্যাদি কিভাবে প্রভাব ফেলে তা আলোচনা করা হয়েছে। যেমন
তাকওয়া এমন একটি  বডিগার্ড  ও  গুণ  তা বিকাশ প্রতিনিয়ত  চালিয়ে যেতে  হবে।  পরীক্ষিত সময়ে  আমাদের প্রতিক্রিয়া কি হবে তা প্রকাশ করার পদ্ধতি  বলা হয়েছে।

চতুর্থ অধ্যায়ঃ ফিজিক্যাল প্রোডাক্টিভিটি।

শারীরিক শক্তি, ফিজিক্যাল ফোকাস ও ফিজিক্যাল  সময়  ব্যবহারের মাধ্যমে  ফিজিক্যাল  প্রোডাক্টিভিটি পাওয়া যায়।

ক)শারীরিক শক্তিঃ

এটি  ঘুম,ফিটনেস ও পুষ্টির সাথে উঠানামা  করে।
রাতে পরিপূর্ণ  ঘুমের  মাধ্যমে  এক সঞ্জীবনী  শক্তি অর্জিত হয়।
একজন মুসলিমের  ঘুম হবে ইবাদত ।ঘুমের জন্য  থাকবে সুনির্দিষ্ট সময় । তাই ঘুমের এ-ই সময় সুযোগকে নতুন ভাবে নতুন  পদ্ধতিতে সাজাতে হবে।  তাই আপনাকে  ঠিক করতে হবে ঘুম কি আখিরাতের জন্য  নাকি দুনিয়ার  জন্য। আখিরাতে জন্য  ঘুম হলে শুদ্ধ  নিয়্যতে সঠিক স্লিপসাইকেল ঠিক করতে হবে।  সঠিক  স্লিপ সাইকেলের মাধ্যমে সকালের বারাকাহ পাওয়া যায় ।  যা আপ্নাকে সারাদিন উজ্জীবিত  রাখে। ভাল ঘুম  প্রোডাক্টিভ হওয়ার  অর্ধেক সমস্যার সমাধান দেয় আর বাকি অর্ধেক মূলত প্রতিদিন  সময়  মত ঘুম থেকে জাগা। ঘুম থেকে জাগা মানে  মৃত্যুর কাছাকাছি থেকে জীবন  ফিরে আসা। তাই আমাদের উচিত নতুন এ-ই জীবনকে  আরো  সুন্দর  করে গড়ে তুলা।    সবকিছু আয়ও করার জন্য, পরিপূর্ণ  জানার জন্য  অবশ্যই অবশ্যই  বইটি পড়তে  হবে ।

খ) ফিজিক্যাল  ফোকাস।

মানসিক ফোকাস আনতে বিচ্ছিন্নতা অবলম্বন করতে হবে। নিজের জন্য নির্জনতা খুজে বের করতে হবে।

বিচ্ছিন্নতা অবলম্বনে  প্র্যাকটিক্যাল টিপসঃ

I)  নির্জন মুহূর্তঃ

কিছু সময়  পরপর  অনলাইনে যাওয়া, সবকিছুর রেসপনস করা ইত্যাদি  মস্তিষ্ককে দৌড়ের ওপর  রাখে।  দিনের কিছু সময় সংযোগ  বিচ্ছিন্ন  থাকতে হবে।

II) নির্জন  স্থানঃ

নির্জন  স্থানে  আপনার আশা,  প্রত্যাশা , দোয়া আল্লাহর  কাছে প্রকাশ  করতে পারবেন।

III) নিজেকে  আনপ্লাগ করুনঃ

ডিভাইস  থেকে লম্বা  সময়ের জন্য  পুরোপুরি  দূরে রাখতে হবে।

IV) পরিবেশ  ঠিক রাখাঃ

কোনো  পরিবেশ থাকলে সেই পরিবেশে কিছু অভ্যাস  ও রুটিন গড়ে তুলা  যায়।

বিছিন্নতা অবলম্বনের বিষয়  ঠিক রাখতে হলে সরলীকরণ  অবলম্বন  করতে হবে।  মানে কাজ গুলো কে সহজ করার হ্মমতা।  বইটিতে খুব  সুন্দর ভাবে তা তুলে ধরা হইছে।

গ) ফিজিক্যাল  সময়  মানে সময়  অনুযায়ী  নিজেকে ম্যানেজ করে প্রোডাক্টিভ করে গড়ে তুলা।

পঞ্চম  অধ্যায়ঃ  সোশ্যাল প্রোডাক্টিভিটি।

আরবি একটি  প্রবাদ আছেঃ তোমাকে যেখানেই রোপণ করুন ফলবতী  হও।(পৃঃ ১৯৯)।

সোশ্যাল প্রোডাক্টিভিটি  হল নিজের সময় , জ্ঞান, দক্ষতা, টাকা এবং শারীরিক  শক্তি দিয়ে  সক্রিয়ভাবে অন্যের উপকার করা।  বৃহৎ পরিসরে এই কাজ আঞ্জাম দিতে হলে অবশ্যই  মুসলিমদের কে নেতৃত্ব দিতে হবে ইসলামের আলোকে। পরিবার, বন্ধু বান্ধব , আত্মীয়  ও বন্ধু সার্কেল ঠিক রেখে  সোশ্যাল  প্রোডাক্টিভিটির জন্য  সময় থাকবে কি না তা আপনার মনে প্রশ্ন জাগতে পারে। এর জন্য  আপনার সময়  কে ভাগ করে নিতে হবে।বইটিতে  সময়  বন্টনের  বিষয় টি খুব সুন্দর ভাবে তুলে ধরা  হয়েছে।

কিভাবে শুরু করব সোশ্যাল  প্রোডাক্টিভিটি ???  যেমন
সোশ্যাল  প্রোডাক্টিভিটির জন্য  বড় চিন্তা  করতে হবে কিন্তু  ছোট  করে শুরু করতে হবে৷ এমন আরো ১৩ টি টিপস আছে বইটিতে ।

ষষ্ঠ অধ্যায়ঃ গোল এবং ভিশনের সাথে প্রোডাক্টিভিটি কে যুক্তকরণ।

এই অধ্যায়ের মূল লক্ষ হল আল্লাহর সন্তুষ্টি  অর্জন এবং আখিরাতে সর্বোচ্চ পর্যায়ে যাওয়া।
এটা আপনার লক্ষ্য, উদ্দেশ্য , মূল্যবোধ , দায়িত্ব, ভিশন ইত্যাদির সাথে সংগতিপূর্ণ  লক্ষ্য নির্ধারণে সক্ষম।

সপ্তম অধ্যায়ঃ  প্রোডাক্টিভ অভ্যাস  গঠন।

অভ্যাস গঠন কোনো ম্যাজিক পিল না।  এটি গঠিত হতে সময় নিবে।  প্রোডাক্টিভ অভ্যাস  গঠন  একটি  ধারাবাহিক  প্রক্রিয়া। যা হঠাৎ করে অর্জন করা সম্ভব না।  অভ্যাস পরিবর্তনের জন্য  তিনটি  কৌশল অবলম্বন করতে হবে।

ক) ত্রিশ দিনের চ্যালেঞ্জঃ

ত্রিশ  দিনের জন্য  এমন একটি  অভ্যাস চয়স  করুন যা ত্রিশদিন শেষে অভ্যাসে পরিণত হয়।

খ) লুপ ক্রেকিংঃ

এটি হোল ট্রিগার, রুটিন ও পুরুস্কার।

ট্রিগারঃপ্রোডাক্টিভ  মুসলিম  বইটি পড়ব।

রুটিনঃ পড়ার সময়  ডায়েরি এবং কলম নিয়া নোট করব।

পুরুস্কারঃ নিজেকে প্রোডাক্টিভ হিসেবে তৈরী করার প্রতিজ্ঞা করব।

গ) প্রতিস্থাপন  পদ্ধতিঃ এটি আপনার রুটিন কে নতুন হ্যাবিটের সাথে প্রতিস্থাপনে গুরুত্ব  দেই।

অভ্যাস  গঠনের জন্য  উপরের তিনটি  পদ্ধতি  অত্যন্ত ফলপ্রসূ।

এছাড়া আমাদের সাতটি  স্পিরিচুয়াল অভ্যাস  গঠন  করতে হবে।  আল্লাহর  জন্য  এসব করা মানে ধ্বংস প্রাপ্ত বালির বাধে সীসাঢালা প্রাচীরের স্তুপ  করে নিজেকে ইস্পাতের  মত করে তৈরী করা।

অষ্টম অধ্যায়ঃ রমজান ও প্রোডাক্টিভিটি।

রমজান মাস হল প্রোডাক্টিভিটি অর্জনের সর্বোত্তম মাস। এই মাসে ফিজিক্যাল, সোশ্যাল  ও স্পিরিচুয়াল  প্রোডাক্টিভিটি    অর্জনের উওম মাস।  এই ৩টি অভ্যাস গঠনের জন্য  আপনার  সন্তান কে সহযোগিতা  করুন।  কারন আপনার  সন্তান আপনার জন্য  সাদকায় জারিয়া৷ রমজান  মাসে যে কোন গুরুত্বপূর্ণ  ৩ টা অভ্যাস নিজের মধ্যে  তৈরী করে নিতে হবে। এই মাসে আমরা আমাদের গুণ ও দোষ  গুলো  কে কোরআনের আয়নায়  যাচাই, বাচাই করব এবং নিজেকে গড়ে তুলব আরো বেশি প্রোডাক্টিভ  করে।  রমজানে সময় , মন ও অন্তর প্রকৃত শক্তি দেয় ।

শেষ অধ্যায়ঃ  মৃত্যুর পরবর্তীতে  প্রোডাক্টিভিটি।

মুসলিম হিসেবে আমাদের সকল কাজের মূল উদ্দেশ্য

প্রোডাক্টিভ মুসলিম ebook: pdf link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!