Currently set to Index
Currently set to Follow
Circular

প্রগতি স্কলারশিপ ২০২১ | Pragati Scholarship 2021 WB

প্রগতি স্কলারশিপ(বৃত্তি) হল অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (এআইসিটিই) কর্তৃক বাস্তবায়িত একটি সরকারি বৃত্তি প্রকল্প। এই স্কলারশিপ স্কিমের আওতায় প্রতিবছর কারিগরি শিক্ষা গ্রহণের জন্য মেধাবী ছাত্রীদের মধ্যে মোট ৫ হাজার স্কলারশিপ বিতরণ করা হয়। প্রতিবছর বৃত্তি বিজয়ীদের প্রতি বছর 50,000 INR দেওয়া হয়। 2014-15 সালে প্রতিষ্ঠার পর থেকে হাজার হাজার ছাত্রী প্রগতি বৃত্তি প্রকল্প থেকে উপকৃত হয়েছে .

pragati scholarship 2021-20 – নির্বাচিত শিক্ষার্থীরা প্রতি বছর অধ্যয়নের জন্য প্রতি বছর 50,000 রুপি পান –

  • কলেজের ফি প্রদান
  • বই কেনা
  • সরঞ্জাম ক্রয়
  • ল্যাপটপ এবং সফটওয়্যার ক্রয়
  • ডেস্কটপ ক্রয়

pragati scholarship 2020-21 last date extended

S.No.ParticularsDetails
1.RewardsINR 50,000 per annum
2.Eligibilityমেয়ে শিক্ষার্থীরা ডিপ্লোমা/ডিগ্রী প্রোগ্রামের ১ ম বর্ষে ভর্তি হয়েছে
3.

Application period*

pragati scholarship 2020-21 last date

অক্টোবর-ডিসেম্বর (2020-21 শিক্ষাবর্ষের জন্য, সময়সীমা 31 জানুয়ারি 2021)
4.Application processApply online through

Pragati Scholarship 2021 Merit list – রাজ্য ভিত্তিক স্কলারশিপের সংখ্যা

রাজ্য / UT (Pragati Scholarship 2021 Merit list)টেকনিক্যাল ডিপ্লোমা কোর্সটেকনিক্যাল ডিগ্রি কোর্স
অন্ধ্র প্রদেশ৩১৮৫৬৬
বিহার৮৪৫২
চন্ডীগড়৫০৫০
ছত্রিশগড়৬২৬২
দিল্লী৫০৫০
গোয়া৫০৫০
গুজরাট২৮৪২১৯
হরিয়ানা১৯১১৩৪
হিমাচল প্রদেশ৫০৫০
ঝাড়খন্ড৬৭৫০
কর্ণাটক৩৬৫৩৯৮
কেরালা১০৯১৯৬
মধ্য প্রদেশ১৯২২৮৫
মাহারাষ্ট্র৬২৪৫৫৩
ওড়িশ্যা২০৫১৩৪
পন্ডীচেরী৫০৫০
পাঞ্জাব২০৮১২৪
রাজস্থান১৭০১৫২
তামিলনাড়ু৭০০৮০০
তেলেঙ্গানা২০৬৪২৪
উত্তর প্রদেশ৭০০৪২২
উত্তরাখন্ড৮১৫০
পশ্চিমবঙ্গ১৮৪১২৯
মোট৫,০০০৫,০০০

pragati scholarship 2020-21 application form

pragati scholarship 2020-21 application form – আবেদনের সময় কী কী কাগজপত্র আপলোড করতে হবে?

  • মাধ্যমিক বা সমতুল্য সার্টিফিকেট।
  • উচ্চ-মাধ্যমিক বা সমতুল্য সার্টিফিকেট (ডিগ্রি স্তরের জন্য)।
  • ITI সার্টিফিকেট (ডিপ্লোমা স্তরে ল্যাটারেল এন্ট্রির মাধ্যমে দ্বিতীয় বর্ষে ভর্তির ক্ষেত্রে)।
  • ডিপ্লোমা সার্টিফিকেট (ডিগ্রি স্তরে ল্যাটারেল এন্ট্রির মাধ্যমে দ্বিতীয় বর্ষে ভর্তির ক্ষেত্রে)।
  • ছাত্রীর ব্যাঙ্ক পাশবুকের প্রথম পৃষ্ঠা।
  • ST/SC/OBC এর ক্ষেত্রে জাতিগত শংসাপত্র।
  • আধার কার্ড।
  • স্টাডি সার্টিফিকেট (Appendix-I)।
  • পারিবারিক ইনকাম সার্টিফিকেট (Appendix-II)।
  • পিতা-মাতার ঘোষণা পত্র (Appendix-III)।
  • ব্যাঙ্ক ম্যান্ডেট ফর্ম (Appendix-IV)।

প্রগতি স্কলারশিপ ২০২১ এর আবেদন এখনও আরম্ভ হয়নি। এই স্কলারশিপের জন্য ন্যাশন্যাল স্কলারশিপ পোর্টাল (National Scholarship Portal) এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!