Currently set to Index
Currently set to Follow
Books

(PDF) স্বামী স্ত্রীর সহবাসের নিয়ম Pdf Download

প্রিয় ভাই ও বোনেরা, স্বামী স্ত্রীর সহবাসের নিয়ম Pdf Download করুন.

bookবিবাহ ও স্বামী স্ত্রীর অধিকার ও স্বামী স্ত্রীর সহবাসের নিয়ম
Author
Translator
Publisher
Edition4th Published, 2015
Number of Pages111
Countryবাংলাদেশ
Languageবাংলা পিডিএফ ডাউনলোড

স্বামী স্ত্রীর সহবাসের বিবাহ ও স্বামী-স্ত্রীর অধিকার – বৈধ পথ দুটি  এই জৈবিক চাহিদা পূরণের ক্ষেত্রে মহান আল্লাহ কোন বিধি-নিষেধ আরোপ করেননি । তবে কুরআনুল কারীমে এর জন্য দু’টি পথ ও পন্থাকে বৈধ এবং হালাল বলে ঘোষণা করেছেন।

ইসলামে সহবাসের নিয়ম pdf ডাউনলোড

আর এই দু’টি পথ ছাড়া জৈবিক চাহিদা পূরণের সকল পথ ও পন্থাকে অবৈধ ও হারাম বলে ঘোষণা করেছেন। এসব পন্থা হতে বেঁচে থাকা প্রতিটি মুমিনের জন্য অপরিহার্য কর্তব্য।  দু’টি হালাল পথের মধ্য হতে একটি হলো বিবাহ । মানুষ বিবাহ করে নিজ স্ত্রীর মাধ্যমে নিজের জৈবিক চাহিদা পূরণ করবে। এটা তার জন্য কেবল হালালই নয়ঃবরং সওয়াৰ এবং প্রতিদানের কারণও ।

জৈবিক চাহিদা পূরণের দ্বিতীয় পন্থা হলো নিজ দাসী । আগের যুগে যেসব লোক যুদ্ধের ময়দানে গ্েফতার হয়ে যেত। তাদের মধ্যে যারা পুরুষ থাকত তাদেরকে দাস এবং যারা নারীনথাকত তাদেরকে দাসী বানিয়ে নেয়া হতো। রাসূলে আকদাস সম্লাল্লাহুআলাইহি ওয়া সাল্লাম যখন পৃথিবীতে আগমন করেছিলেন তখন গোটা পৃথিবীতে এই প্রথা চালু ছিল এবং তার তিরোধানের পরেও কয়েক শতক পর্যন্ত চালু ছিল। সেসব দাসীকে আল্লাহ তাআলা তাদের মনিবদের জন্য হালাল করে দিয়েছিলেন। তবে শর্ত ছিল তারা মুসলমান বা আহলে কিতাব হতে হবে।  কুরআনুল কারীমের ঘোষণা অনুযায়ী জৈবিক চাহিদা পূর্ণ করার জন্য এই দু’টি পন্থাই কেবল হালাল ।

এ ছাড়া মানুষ জৈবিক চাহিদা পূর্ণ করার জন্য যত পথ ও পন্থা অবলম্বন করবে সবই হারাম এবং যারা এসব পন্থা অবলম্বন করবে তারা সীমালজ্বনকারী ও স্বীয় নফসের প্রতি জুলুমকারী হিসেবে বিবেচিত হবে।  ইসলামের ভারসাম্যতা  আল্লাহ তাআলা যে দীন দান করেছেন এর প্রতিটি বিষয়ের ক্ষেত্রে ভারসাম্যতার প্রতি লক্ষ্য রেখেছেন। মানুষের ভেতর রেখে দেওয়া হয়েছে জৈবিক চাহিদা । কোন মানুষই এর উধ্র্বে নয়। বড় থেকে বড় কোন নবী এবং বুযুর্গ -অলীও এ থেকে মুক্ত নয়। সবার মনেই এই খায়েশ জাগ্ত হয়।
স্বামী স্ত্রীর সহবাসের নিয়ম Pdf Download  –  click here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!