Currently set to Index
Currently set to Follow
পাঞ্জেরী গাইড ডাউনলোড pdf

All Panjeree Guide for class 9-10 Pdf Download bd

হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য class nine panjeree pdf guide download 2020-21 লিংক নিয়ে হাজির হয়েছি যা BANGLADESH (BD) এর জন্য প্রযোজ্য।  পাঞ্জেরীর এ গাইড বইগুলো ডাউনলোড  করতে কোনো সমস্যা হলে জানাবেন।

class 9-10 ssc general math test paper- click here

9-10 SSC Higher Math solution 1st chapter – click here

১।     বাংলা সাহিত্য    pdf 
২।    বাংলা সহপাঠ    pdf 
৩।    বাংলা ভাষার ব্যাকরণ    pdf
৪।    English for Toady    pdf
৫।    গণিত    pdf
৬।    Enlish Grammer and Composition    pdf 
৭।    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি    pdf
৮।    বিজ্ঞান    pdf
৯।    রচনাসম্ভার    pdf 
১০    পদার্থবিজ্ঞান    pdf 
১১।    রসায়ন    pdf  
১২।    জীববিজ্ঞান    pdf
১৩।    উচ্চতর গণিত    pdf 
১৪।    ভূগোল ও পরিবেশ    pdf
১৫।    অর্থনীতি    pdf
১৬।    কৃষিশিক্ষা    pdf 
১৭।    গার্হস্থ্য বিজ্ঞান    pdf
১৮।    পৌরনীতি ও নাগরিকতা    pdf
১৯।    হিসাববিজ্ঞান    pdf 
২০।    ফিন্যান্স ও ব্যাংকিং    pdf 
২১।    ব্যবসায় উদ্যোগ    pdf
২২।    ইসলাম ও নৈতিক শিক্ষা    pdf
২৩।    হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা    pdf 
২৪।    বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা    pdf
২৫।    খ্রিষ্টধর্ম ও নৈতিক শিক্ষা    pdf
২৬।    ক্যারিয়ার এডুকেশন    pdf 
২৭।    বাংলাদেশ ও বিশ্বপরিচয়    pdf
২৮।    চারু ও কারুকলা    pdf
২৯।    বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা    pdf 
৩০।    শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা    pdf

পাঞ্জেরী গাইড বই ডাউনলোড ২০২০-২১

পাঞ্জেরীর গাইড থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরসহ জেনে নেই-

১। কোন গ্রহের ২৭টি উপগ্রহ আছে?
(ক) মঙ্গল
(খ) বৃহস্পতি, (গ) শনি
(ঘ) ইউরেনাস
উত্তর: (ঘ) ইউরেনাস
Ref: পাঠ্যবই পৃষ্ঠা-১৫] ব্যখ্যা- ইউরেনাসের ২৭টি উগ্রহ আছে। এটি সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ।
শনির মতাে ইউরেনাসেরও কয়েকটি বলয় আবিস্কৃত হয়েছে।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ)।

২। আহ্নিক গতির ফলে-
i. পৃথিবীতে দিবারাত্রি সংঘটিত হয়
ii. ঋতু পরিবর্তন হয়।
iii. তাপমাত্রার তারতম্য সৃষ্টি হয়।
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তর: (খ) i ও iii
[Ref: পাঠ্যবই পৃষ্ঠা-২২-২৩] ব্যাখ্যা: আহ্নিক গতির ফলাফলঃ আহ্নিক গতির ফলে পৃথিবীতে দিবারাত্রি সংঘটিত
হয় এবং তাপমাত্রার তারতম্য সৃষ্টি হয়। এছাড়া আহ্নিক গতির ফলে
জোয়ার-ভাটা সৃষ্টি, বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোতের সৃষ্টি এবং সময় গণনা বা
নির্ধারণ করা যায়। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ) i ও iii
উল্লেখ্য, নিজ অক্ষের উপর পৃথিবীর প্রত্যহ পশ্চিম থেকে পূর্ব দিকে
আবর্তনের গতিকে আহ্নিক গতি বলে।

৩। উপরের চিত্রে উল্লম্বভাবে আঁকা রেখাগুলাের মধ্যে 0° দ্বারা চিহ্নিত
রেখাটি কোনটি?
(ক) নিরক্ষরেখা।
(খ) মেরুরেখা
(গ) মূল মধ্যরেখা (ঘ) কর্কটক্রান্তি রেখা
উত্তর: (গ) মূল মধ্যরেখা

[Ref: পাঠ্যবই পৃষ্ঠা-১৭-১৮] ব্যাখ্যার মূল মধ্যরেখা: উপরের চিত্রে উল্লম্বভাবে আঁকা রেখাগুলাের মধ্যে 0° দ্বারা
চিহ্নিত রেখাটি হল মূল মধ্যরেখা। কেননা, মূল মধ্যরেখাকে ০৭
দ্রাঘিমাংশ হিসেবে বিবেচনা করা হয়। যুক্তরাজ্যের লন্ডন শহরের কাছে
গ্রিনিচ মান মন্দিরের উপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত
বিস্তৃত যে মধ্যরেখা অতিক্রম করেছে তাকে মূল মধ্যরেখা বলে।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।
উল্লেখ্য, গ্রিনিচের দ্রাঘিমা 0°।

৪। উক্ত রেখাগুলাে গুরুত্বপূর্ণ কারণ, এদের সাহায্যে
i. কোনাে স্থানের স্থানীয় সময় ও প্রমাণ সময় নির্ণয় করা যায়
ii. কোনাে স্থানের সঠিক অবস্থান জানা যায়
iii. সমুদ্রগামী জাহাজের অবস্থান নির্ণয় করা যায়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর: (ঘ) i, ii ও iii
Ref: পাঠ্যবই পৃষ্ঠা-১৪-১৫] ব্যাখ্যা: উপরের চিত্রে রেখাগুলাে গুরুত্বপূর্ণ কারণ, এদের সাহায্যে
• কোনাে স্থানের স্থানীয় সময় ও প্রমাণ সময় নির্ণয় করা যায়।
* কোনাে স্থানের সঠিক অবস্থান জানা যায়।
সমুদ্রগামী জাহাজের অবস্থান নির্ণয় করা যায়।
উপরের চিত্রের রেখাগুলাে হলাে মধ্যরেখা, নিরক্ষরেখা বা সমাক্ষরেখা,
দ্রাঘিমা রেখা, অক্ষরেখা, আন্তর্জাতিক তারিখ রেখা ইত্যাদি।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ) i, ii ও iii।

তো বন্ধুরা,  panjeree publication এর এ  guide book গুলোর pdf download করে আপনার কেমন লেগেছে জানাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!