মহাকাশে কী ঘটছে- আবদুল্লাহ আল মুতী Pdf Download
মহাকাশে কী ঘটছে- আবদুল্লাহ আল মুতী Pdf Download link: Click here
” ঘরেঘরে করোনা ”
ডাঃসৈয়দ সিরাজুল ইসলাম।
করোনা এখন ঘরেঘরে,
কাউকেতো আর ছাড়ছে নারে—
অবহেলা করবেন নারে!
সর্দি কাশি জ্বর —
করোনার লক্ষণ আবার।
শ্বাসকষ্ট হলে পরে—
ঘরে বসে থাকা আর চলবে নারে,
ছুটে যাবেন কোভিড-১৯ সেন্টারে—
সঠিক চিকিৎসা মিলবে সেখানে ।
চিকিৎসা নিলে তাড়াতাড়ি,
সুস্হ হয়ে ফিরবেন বাড়ী।
অবহেলা করলে পরে—
হারিয়ে যাবেন চিরতরে!
করোনায় আক্রান্ত হয় ফুসফুস ,
অক্সিজেনের অভাবে—
হয়ে যেতে পারে বেহুশ!
শুরু হয়ে যায় শ্বাসকষ্ট ,
যার হয় সে বোঝে শ্বাস নিতে কত কষ্ট!
অক্সিজেনের মাত্রা কমে গেলে—
অক্সিজেন নিতে হবে পরিমাপ করে।
অক্সিজেনের মাত্রা স্বাভাবিক হলে,
অক্সিজেন আর লাগবে নারে—
সাথে চলবে এন্টিভাইরাস থেরাপী,
যেন রোগের মাত্রা আর হয়না বেশী—
সঠিক সময়ে চিকিৎসা শুরু হলে,
অধিকাংশ রোগী ভাল হয়রে–
কথায় আছে —
“রোগের চিকিৎসার চেয়ে
রোগ প্রতিরোধই উত্তম”।
মাক্স ব্যাবহার করুন,
করোনামুক্ত সবাই থাকুন—