book ইসলামি আকিদা আব্দুল্লাহ জাহাঙ্গীর Pdf Download

ইসলামি আকিদা আব্দুল্লাহ জাহাঙ্গীর Pdf ebook

হ্যালো বন্ধুরা আজকে তোমাদের জন্য একটা দারুন বই নিয়ে এসেছি ভর্তির নামইসলামি আকিদা আব্দুল্লাহ জাহাঙ্গীর Pdf ebook

ঈমান ও তাওহীদের ক্ষেত্রে মুমিনগণ সকলেই সমান । কর্মের ক্ষেত্রে তাদের মর্যাদার ্ীসবৃদ্ধি ঘটে । ইসলাম অর্থ আল্লাহর নির্দেশের জন্য আত্মসমর্পন করা এবং অনুগত হওয়া । আভিধানিকভাবে ঈমান ও ইসলামের মধ্যে পার্থক্য রয়েছে। তবে বাস্তবে ও ব্যবহারে ইসলাম ছাড়া কোনো ঈমান হয় না এবং ঈমান ছাড়া ইসলামের অস্তিত্ব পাওয়া যায় না। কাজেই ঈমান ও ইসলাম হলো পিঠের সাথে পেটের ন্যায় । ঈমান, ইসলাম ও সমস্ত শরীয়তকে একত্রে দীন বলা হয় ।”

বিভক্তি ও ফিরকাসমূহের আলোচনায় আমরা দেখব যে, ঈমান ও আমলের পারস্পরিক সম্পর্ক নির্ধারণ ছিল বিভক্তির কারণগুলির অন্যতম । খারিজীগণ ও তাদের সমমনা ফিরকাগুলি আমল বা ইসলামের বিধান মত কর্ম করাকে ঈমানের অবিচ্ছেদ্য অংশ বলে গণ্য করেছে। ফলে বিধান পালনের বিচ্যুতি তাদের মতে ঈমানের বিচ্যুতি বা কুফর বলে গণ্য । অপরদিকে মুরজিয়াগণ ঈমানকে আল্লাহর নির্দেশ পালন বা ইসলামের বিধিবিধান পালন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করেছে ।

তাদের মতে কোনোরূপ ইসলাম পালন ছাড়াই_ঈমানের চূড়ান্ত পূর্ণতায় পৌছানো সম্ভব। তারা পাপী মুসলিমকে পরিপূর্ণ ঈমানদার. ও নিশ্চিত জান্নাতী বলে গণ্য করেছে। উভয় মতের মধ্যে আহলুস সুন্নাত ওয়াল ‘জামা’আতের অনুসারীগণ বিশ্বাস করেন যে, পাপী মুমিন কাফির নন, আবার ঈমানের পূর্ণতাও তিনি লাভ করেন নি । তবে এ বিশ্বাসের ব্যাখ্যায় আহলুস সুন্নাতের ইমামগণের পারিভাষিক সংজ্ঞার মধ্যে সামান্য কিছু পার্থক্য রয়েছে । এ ক্ষেত্রে তাদের দুটি মত রয়েছে।

(১) ইমাম আবৃ হানীফা (রাহ) ও অন্যান্য কোনো কোনো ইমামের মতে আমল বা বিধান পালন ঈমানের অংশ নয়, বরং ঈমানের দাবি ও সম্পূরক | তাদের মতে ঈমান হলো অন্তরের বিশ্বাস ও মুখে সে বিশ্বাসের স্বীকৃতির নাম । তাদের মতে বিষয়বস্তুর দিক থেকে স্বীকৃতি বেশি কম হয় না বা ঈমানের হ্রাসবৃদ্ধি হয় না, তবে বিশ্বাসের গভীরতার দিক দিয়ে হাসবৃদ্ধি হয় ।  (

২) অন্য তিন ইমাম ও মুহাদ্দিসগণ বলেন যে, আমল বা কর্ম ঈমানের অংশ, তবে মনের বিশ্বাস বা মুখের স্বীকৃতির মত অংশ নয়, বরং দ্বিতীয় পর্যায়ের অংশ । এজন্য তাদের মতে কর্মের অনুপস্থিতি ছারা ঈমানের অনুপস্থিতি প্রমাণিত হয় না, তবে দুর্বলতা ও কমতি প্রমাণিত হয়। তার বলেন ঈমান হলো অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি ও দেহের কর্ম । এদের মতে কর্মের কারণে ঈমানের-হাস-বৃদ্ধি হয় ।

ইসলামি আকিদা  Pdf ebook লিংক – 

পিডিএফ

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *