Currently set to Index
Currently set to Follow
Books

Indubala vater hotel Pdf Download (New)

আজ নিয়ে এলাম ইন্দুবালা ভাতের হোটেল pdf free download | Indubala vater hotel book pdf free download

ডাউনলোড লিংক:

ইন্দুবালা ভাতের হোটেল Pdf


বইয়ের ফ্লেভার স্ক্রিনে আশা করাটা বেশি কিছু হয়ে যায়। দেখার আকর্ষণ একরকম পড়াটা অন্যরকম। পড়ার সময় চরিত্রের ইচ্ছে মতো রূপ ভেবে নেওয়া যায়,দেখার সময় একজনকেই মেনে নিতে হয়।বই ও পড়বেন সিরিজটাও দেখবেন, দুইটা আলাদা ব্যাপার শুধু গল্পটা এক

আরও পড়ুনঃ

১। আশাবরী

হুমায়ূন আহমেদ “আশাবরী” পড়ছিলাম হঠাৎ একটা গল্পের একটা অংশ মনে ধরে গেল! বইয়ের মধ্যে দৃশ্যটা কল্পনা করে এঁকেৎফেললাম বইটার ঐ পাতায়…..
“আপা কেন এরকম করে কাঁদবে? এমন কি কষ্ট আছে তার? আমি অবাক হয়ে আপার ঘরের সামনে দাঁড়িয়ে রইলাম। যাতে সে একা একা কাঁদতে পারে এই জন্যেই কি সে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে? এই কারণেই কি তার মাঝে মাঝে একা থাকতে ইচ্ছে করে?
আমি আপার দরজা ধাক্কা দিয়ে ডাকলাম আপা, আপা। কান্না থেমে গেল আপা কোন উত্তর দিল না।
কাক ডাকছে। ভোর হতে শুরু করেছে। আমি দাঁড়িয়ে আছি আপার ঘরের সামনে। যদিও ঘরের সামনে দাঁড়িয়ে থাকতে এতটুকুও ভালো লাগছে না। এই বাড়ির সঙ্গে গাছ গাছালিতে ভর্তি যদি কোন বাগান থাকতো আমি দাঁড়াতাম বাগানের ঠিক মাঝখানে।”
২।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যাঁর প্রতিটি আচরণ-উচ্চারণ, উঠাবসা, চলাফেরা একজন মুমিনের জন্য ‘উসওয়াতুন হাসানাহ’ ৷ তিনিই মুমিনদের জন্য অদর্শ-আইডল ৷ ইহকালীন-পরকালীন জীবনে কল্যাণ পেতে হলে তাঁর আদর্শেই নিজ জীবনকে ঢেলে সাজাতে হবে ৷ তাঁর সুন্নাহর বাটখারায় নিজেকে তুলতে হবে ৷
আরবের প্রখ্যাত আলেম ও দাঈ শায়খ সালিহ আল মুনাজ্জিদ বিরচিত “কেমন ছিল নবীজীর আচরণ” নবীজীর আচার-আচরণ নিয়ে একটি অনবদ্য গ্রন্থ ৷ পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন থেকে শুরু করে প্রতিবেশী, সাধারণ লোকজন, গ্রাম্য-শহুরে, মুমিন-মুনাফিক ইত্যাদি মানবশ্রেণীর সাথে, এমন কি পশু-পাখীর সাথেও নবীজীর আচরণ সম্পর্কে জানার একটি বিস্তৃত ও নির্ভরযোগ্য গ্রন্থ এটি ৷ রুচিশীল প্রকাশনা প্রতিষ্ঠান Maktabatul Ashraf বাংলাভাষী পাঠকের দস্তরখানে ইতোমধ্যেই পরিবেশন করেছে এর দুটি খণ্ড ৷ এবার পরিবেশন করতে যাচ্ছে এর তৃতীয় খণ্ড ৷
তৃতীয় খণ্ডের নির্বাচিত অংশ পড়েছি ৷ এই খণ্ডে লেখক আলোকপাত করেছেন ফতওয়াপ্রার্থী-গুনাহগার-মুনাফিক-কচিকাঁচা-বয়োবৃদ্ধ-গ্রাম্য লোকজনসহ পশুপাখি ইত্যাদির সাথে নবীজীর আচরণ সম্পর্কে ৷ বিস্তৃত-গভীর, তবে সহজসরল আলোচনা ৷ অনুবাদও বেশ ঝরঝরে-মানসম্পন্ন, প্রকাশনীর অন্যান্য অনুবাদের মতো ৷ তেমন কোনো ত্রুটিও চোখে পড়ে নি ৷ সব মিলিয়ে আমাদের প্রায়োগিক জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য গ্রন্থ এটি ৷
আগের দুই খণ্ডের মতো এই খণ্ডও পাঠকপ্রিয়তা লাভ করুক, মানবজীবনের কম্পাস হিসেবে কাজ করুক—আল্লাহর কাছে এই প্রার্থনা ৷
ইন্দুবালা ভাতের হোটেল বইটি নিয়ে আর কোন ঠিকানা থাকলে নিচে কমেন্ট করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!