যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড বই Pdf Download 2021 একাদশ-দ্বাদশ শ্রেণী
একাদশ দ্বাদশ শ্রেণী যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড বই 2021 Pdf Download link: Click here to download HSC Logic Books Pdf
বইয়ের নাম: যুক্তিবিদ্যা ২য় পত্র (পিডিএফ ডাউনলোড)
শ্রেণী: একাদশ শ্রেণী
ধরণ: hsc উচ্চ মাধ্যমিক ১১-১২ শ্রেণী Pdf
যা যা জানতে পারবেন:-
- যুক্তিবিদ্যার সাধারণ পরিচিতি সূচনা।
- যুক্তিবিদ্যার সংজ্ঞা
- যুক্তিবিদ্যার প্রকৃতি বা স্বরূপ
- যুক্তিবিদ্যার অর্থ
- যুক্তিবিদ্যার যথার্থ বা সঠিক ধারণা
- চিন্তার স্বরূপ
- সত্যতা বা যথার্থতা
- যুক্তিবিদ্যার পরিধি, পরিসর, ক্ষেত্র, আলােচ্য বিষয় বা বিষয়বস্তু
- যুক্তির স্বরূপ
- আশ্রয়বাক্য ও সিদ্ধান্ত
- আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের সম্বন্ধ
- যুক্তিবিদ্যা কি বিজ্ঞান, না কলা, না উভয়ই
- বিজ্ঞান হিসাবে যুক্তিবিদ্যা
- কলা হিসাবে যুক্তিবিদ্যা
- যুক্তিবিদ্যা বিজ্ঞান ও কলা উভয়ই
- যুক্তিবিদ্যা একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান
- যুক্তিবিদ্যা সব বিজ্ঞানের সেরা বিজ্ঞান
- যুক্তিবিদ্যা সব কলাবিদ্যার আদি কলা
- যুক্তিবিদ্যার শ্রেণিবিভাগ
- অবরােহ যুক্তিবিদ্যা
- আরােহ যুক্তিবিদ্যা
- আকারগত এবং বস্তুগত যুক্তিবিদ্যা
- আকারগত যুক্তিবিদ্যা
- বস্তুগত যুক্তিবিদ্যা
- বাস্তব জীবনে যুক্তিবিদ্যার প্রয়ােগ বা প্রয়ােজনীয়তা
উচ্চ মাধ্যমিক/একাদশ-দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড/নোট ২০২১ pdf Download
মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে ভর্তি হওয়ার সময়ে যুক্তিবিদ্যা বিষয়টিও আমার সহপাঠ্য বিষয় ছিল এবং উচ্চ মাধ্যমিক শ্রেণিতে পড়াশােনার প্রথম থেকেই যুক্তিবিদ্যা বিষয়টি আমার মনােযােগ আকর্ষণ করে। যে কারণে অন্যান্য বিষয়ের চেয়ে যুক্তিবিদ্যা বিষয়টি স্টুডেন্টসদের কাছে বিশেষ গুরুত্ব পায় এবং আমি অত্যন্ত আন্তরিকতার সাথে বিষয়টি অধ্যায়ন করি; যে মনােযােগ ও আন্তরিকতার সুবাদে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমি যুক্তিবিদ্যায় উচ্চতর নম্বর পেতে সক্ষম হই। তাই পরবর্তীতে আমি যখন কলেজে শিক্ষকতায় আসি, তখন আমি উচ্চ মাধ্যমিক, বি.এ.(পাস) ও সম্মান শ্রেণিতে যুক্তিবিদ্যা বিষয়টি পড়ানাের দায়িত্ব গ্রহণ করি এবং যুক্তিবিদ্যার শিক্ষক হিসেবে সব শ্রেণির শিক্ষার্থীর প্রশংসালাভে সক্ষম হই। তাদের সে প্রশংসা ও অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে ১৯৮৭ সালে আসি উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা’ বইটি রচনা করি এবং শিক্ষার্থী ও শিক্ষক-সব মহলের প্রশংসা লাভে সমর্থ হই। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ে বি.এ. (পাস) ও অনার্স শ্রেণিতে সাধারণ যুক্তিবিদ্যা বিষয়টি অন্তর্ভুক্ত হলে দেশের বিভিন্ন কলেজের বেশ ক’জন সম্মানিত শিক্ষক আমাকে আমার উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যার প্রশংসা কোরে ডিগ্রি শ্রেণির জন্য সাধারণ যুক্তিবিদ্যার উপরও একটি বই লেখার অনুরােধ জানান। তাঁদের সে প্রশংসা ও অনুরােধে অনুপ্রাণিত হয়ে আমি এ সাধারণ যুক্তিবিদ্যা’ বইটি রচনা করি।এতে কতটুকু সফল হয়েছি, তা যুক্তিবিদ্যার শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের গুণী শিক্ষকমণ্ডলী এবং বিজ্ঞ পাঠককুলই বিচার কোরবেন।
প্রসঙ্গত এখানে একটি বিষয় উল্লেখ কোরতে চাই যে, সাধারণ যুক্তিবিদ্যার একটি গ্রন্থ হিসেবে এতে যেসব বিষয়ের উপর লেখা রয়েছে, তার বাইরেও যুক্তিবিদ্যাবিষয়ক আরাে কিছু বিষয় নিয়েও আলােচনা করা উচিত ছিল। কিন্তু বইটি ডিগ্রি পার্স ও অনার্স শ্রেণির শিক্ষার্থীদের জন্য একটি পাঠ্য পুস্তক (Text Book) হিসেবে রচনার কারণে কেবল জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাধারণ যুক্তিবিদ্যা বিষয়ের সর্বশেষ পাঠ্যসূচি তথা সিলেবাসে যা যা রয়েছে, কেবল তা তা-ই এতে সন্নিবেশিত হয়েছে, পাঠ্যসূচিবহির্ভূত বিষয়াদি সন্নিবেশিত কোরে অযথা বইটির কলেবর বৃদ্ধি করা হয়নি। তাই বইটি মূলত ডিগ্রি অনার্স ও পাস শ্রেণির একটি পাঠ্য পুস্তক।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের নতুন
প্রশ্ন পদ্ধতি বুঝে পরীক্ষায় অনুশীলনের সুবিধার্থে বইটির প্রতিটি অধ্যায়ের শেষে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশ্নের অনুকরণে প্রশ্ন তৈরি কোরে অনুশীলনী সংযােজন কর হয়েছে। আমার বিশ্বাস এসব প্রশ্ন পরীক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতে যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করবে।