Books

বিষগোলাপের বন মুসা আল হাফিজ Pdf Download & Review

বইয়ের নাম: বিষগোলাপের বন
(ধর্ম ও কর্ম বিষয়ক দার্শনিক অনুভাবনা)
লেখক: মুসা আল হাফিজ
প্রকাশনায়: গার্ডিয়ান পাবলিকেশন্স
অনলাইন পরিবেশক: রকমারি ডটকম
প্রথম প্রকাশ: ২৬ আগস্ট ২০২০
প্রচ্ছদ : আল নোমান
মুদ্রণ: একতা অফছেট প্রেস
পৃষ্ঠা : ৮৮
সাইজ: ৭.৫”-৫”
নির্ধারিত মূল্যে:১২০ টাকা
~~~~~~~~~~

বই রিভিউ:
বিষগোলাপের বন নামটাই মানুষের মনকে একটা ঝাঁকুনি দেয়।ভাবতে বাধ্য করে এটা কেমন হবে!বইটির ভূমিকাতে আমরা মাহফুজুর রহমান আখন্দ স্যারের অমূল্য মূল্যায়ন পাই।সাধারনত যে ধরনের বই দেখে আমরা অভ্যস্ত এটি সে রকম গতানুগতিক ধারার কোন বই নয়।সম্পূর্ণ ভিন্ন ধাঁচের বৈচিত্রপূর্ন বচনের সমাহার।এক কথায় বলা যায় ‘কোটেশন সমগ্র’ ।এভাবেও যে বই লেখা যায় তা বিষগোলাপের বন বইটি না দেখলে বুঝতেই পারতাম না।

আসুন সূচীপত্র থেকে কিছু বোঝা যায় কিনা দেখি:
তিরন্দাজ সংলাপ
অনুভবের লতাতন্তু
অস্তিত্বের বংশীধ্বনি
ঘটনার ভেতরে
বিষগোলাপের বন

কি কিছু বুঝতে পেরেছেন? আসলে এটি কবির এক ভিন্ন ধর্মী দার্শনিক চিন্তা ভাবনার মৌলিক রচনা।

বই সম্পর্কে :
বিষগোলাপের বন পথ দেখায় না তবে পথ খুঁজতে সাহায্য করে।মনের বন্ধ দরজার কাড়া নাড়ে সজোরে।
প্রথম দেখায় ছোট্ট আকৃতির গাইড বই মনে হতে পারে,তবে তা ভেবে কখনই বসে থাকবেন না।ড. মাহফুজুর রহমান আখন্দ স্যারের ভাষায়,এ গাইড বই প্রচলিত একাডেমিক কোন পরীক্ষার জন্য নয়;এ পরীক্ষা জীবনের চিন্তার ,জীবন বোধের।প্রতিটি প্রশ্নের আড়ালে যেমন রহস্যের চন্দ্রবিন্দু খেলা করছে, তেমনি অতি সংক্ষিপ্ত উত্তরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে জীবন দর্শনের এক কাব্যময় আকাশ।
বিষগোলাপের বন মূলত এক উদ্ভাসন প্রচেষ্টা।ক্ষুদ্র ক্ষুদ্র সংবেদন ও অন্তরদর্শনের সমন্বয়ে বইটি বৃহৎ লক্ষ্য পূরণ করে।

বই থেকে উদ্ধৃতি:
# ফুলের প্রতি কখন অবিচার করা হয়?
— যখন তাকে পাতা বা ডালের মতো ওজন করা হয়।
# আমার কাছে কিছু সপ্ন আছে।তোমারা ঘুমাচ্ছ বলে দেখাতে পারছি না।ঘুম থেকে জাগো সপ্ন দেখাব।
# বিশ্বাসীরা কিসের যোগ্য নয়?
— পরাজয়ের ।
# তাহলে তারা পরাজয়ে ডুবে আছে কেন?
— বিশ্বাসের সত্যে তাদের কর্ম ও জীবন ডুবছে না।
# তুমি যদি নিজের মতো করে তোমার পরিচয় না লিখ,অন্য কেউ তার মতো করে তোমার পরিচয় লিখবে।
# তুমি জ্ঞানের ভোক্তা।অতএব লাইব্রেরির সন্ধান করছ।তুমি জ্ঞানের উৎপাদক হলে লাইব্রেরি তোমাকে সন্ধান করবে।

এছাড়াও বইয়ে প্লেটো,এরিস্টটল,আল বিরুনী,ইবনে হাইসাম,ওমর খৈয়াম, ফররুখের ছোঁয়াও পাবেন।

উপলব্ধি : যে সব পাঠকগণ শুধু নিজেকে নিয়ে ভাবেন না বরং পরিবার, সমাজ, রাষ্ট্র , পৃথিবী এবং পরকাল নিয়ে ভাবেন তাদের একবার হলেও বিষগোলাপের বন বইটি পড়া উচিত।
যদিও বইয়ের প্রতিটা বাক্য চিন্তার দাবি রাখে তথাপি শেষ না করে ওঠা যায়না।আর একবার পড়েও বই রাখা যায় না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!