গণিত আকাশের উজ্জল তারকাপুঞ্জ Pdf Download
গণিত আকাশের উজ্জল তারকাপুঞ্জ pdf: direct Download link
আরো পড়ুন:-
সৃষ্টির সফলতা
গৌতম সোম
শব্দকোষ নিলাম করে
সৃষ্টির মাঝেই পেলাম পুণ্যময় সত্তার জ্যোতি,
শূন্যতাই যার পবিত্রতম সম্বল,
অবক্ষয়ী আহ্বানই যেথায় প্রগতির নীতি,
হৈমন্তিক প্রাণের অপ্রত্যাশিত সুখে
দুর্ভেদ্য ভালোবাসায় জমানো ছিল সঞ্চিত আবেগ,
আপন মহিমার কাব্যিক প্রকাশ বৃদ্ধি করলো আজ
গন্তব্যে পৌঁছবার সেই গতিবেগ,
জীবন কৃষ্টির চেতনার সুধা
পৃথিবীর অফুরন্ত সৌন্দর্যে
সৌরভহারা কাননে ফোটালো বসন্তের হাঁসনোহেনা, নৈসর্গিক কথামালার বর্ণিত রচনায়
অমৃত ভালোবাসার কল্যাণদর্শন আর কেবল-ই অনুপ্রেরণা, রূপকথার অচিনপুরে আলিঙ্গনের আবদ্ধতায় বইছে
স্বস্তির ঝিরিঝিরি চৈত্রের বাতাস,
শ্রদ্ধাভাজনের বিস্ময় বার্তায়
চলমান রোমাঞ্চের কুসুম কোমলতায়
কুড়িয়ে পেলাম অহংকারী সূর্যাস্তের জীবন উপন্যাস, মলিনতার সাধনায় অনুপম মুগ্ধতায়
জীবনে এলো মানবিক দৃষ্টির কর্তব্যের মাধুরী,
স্বপ্নিল আঁখির মুক্ত সবুজ ঘাসে
সোনালি স্বর্গের ব্যস্ত স্ফটিকধারায়
সম্মুখে আজ সহস্র আলোর জীবন্ত নগরী ll