Currently set to Index
Currently set to Follow
Books

গাভী বিত্তান্ত Pdf Download (Updated)

Gavi brittanto PDF free download – গাভী বিত্তান্ত pdf free download

Direct download link : –  Link :-1 | Link :-2 | Link :-3Link :-4Link :-5

bookগাভী বিত্তান্ত
Authorআহমদ ছফা
Publisherসন্দেশ
Qualitypdf download – পিডিএফ ডাউনলোড
ISBN9848088288
Edition2nd Printed, 2002
Number of Pages128
Countryবাংলাদেশ
Languageবাংলা

রিভিউ:

একটি দুধওয়ালা গাভী পালন করতে চাইলে এই বইটি আপনার পড়তে হবে কিংবা পড়া আবশ্যক …

বই নিয়ে কোনোএক অদ্ভুত কারণে আজকাল আর লেখালেখি ভালো লাগে না। তাই গ্রুপে ঘটে যাওয়া কোনো রিভিউ প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করা হচ্ছে না।

তবে সাম্প্রতিক পড়া বাস্তবজ্ঞান সম্মত লেখক-বুদ্ধিজীবি আহমদ ছফা সাহেবের এই ‘গাভী বিত্তান্ত’ বই নিয়ে দুই লাইন না লেখলে আমার মস্তিস্কের ভেতর থাকা ছফাপ্রেমী মশার প্যানপ্যানানি বন্ধ হবে না..

প্রথমেই একটা বিষয় ক্লিয়ার করে নেওয়া দরকার। সেটা হলো ‘ সব উপরের লাইনের সাথে এই বইয়ের আদৌও কোনো সম্পর্ক নাই। এই বই পড়ে আপনি দুধওয়ালা গাভীর কোনো বিশাল বিশাল বর্ণনা পাবেন না’

তবে যেটা পাবেন সেটা হজম করা খুব দুর্বোধ্য হয়ে যাবে। কারণ, আমাদের সভ্যতা-ভব্যতার প্রধান বৈশিষ্ট্য হলো, অন্যায়-অনিয়ম’কে ধামাচাপা দিয়ে রাখা। আমরা জন্মের পর থেকে আমাদের চোখের সামনে ঘটা কত দেদীপ্যমান সত্যকে ঘাড়ধাক্কা দিয়ে সড়িয়ে অন্যায়’কে ধামাচাপা দিয়ে রাখতে দেখেছি এবং রাখছি। নগ্ন সত্যকে উন্মোচন করা যেন ঠিক আমাদের সাথে পোষায় না। যার জন্য এই বইটা আমাদের বদহজম হবে।

ছফা সাহেব’কে যারা চিনেন তারা জানেন উনি তথাকথিত সমাজব্যবস্থার জন্য কতটা অস্বস্তিকর। অস্বস্তিকর বলার কারণ হয়তো ইতিমধ্যে ছফা পাঠক’রা ধরে ফেলছেন। হ্যা, উনি প্রচলিত ব্যবস্থার বড় বড় কর্তাদের মধুময় দিনগুলোকে অস্বস্তিকর সব প্রশ্ন কিংবা উদ্ভট সব প্রসঙ্গ উত্থাপনের মাধ্যমে ব্যাতিবেস্ত করে তুলেছেন। যার জন্য গুনেধরা সমাজ, অসুস্থ রাষ্ট্রব্যবস্থা সব মুক্তকচ্ছ হয়ে ছফা’র দিকে তেড়েফুঁড়ে এসেছে।

যাইহোক, পাঠকরা হয়তো এখন ক্ষেপে গিয়ে বলবেন আমি বই নিয়ে না লেখে ছফা সাহেব’কে নিয়ে বকবক করছি কেন!

উত্তর খুব সহজ… উপরে বলা ছফা সাহেবের সব বাস্তববাদী বৈশিষ্ট্য উক্ত বইয়ে নিহিত আছে। এই উপন্যাসের মাধ্যমে উনি ততকালীন একটা বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি, অন্যায়-উৎপীড়ণ, অবিচার সবকিছুকে ভেঙ্গ করে নগ্ন সত্যের মলিন চেহারা উত্থাপন করেছেন। দেখিয়েছেন সত্য কিভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মুখ থুবড়ে পড়ে আছে।

ওকে! বই নিয়ে আর একটা কথাও বাড়াচ্ছি না। শুধু বলবো ‘ ছফা সাহেবের এই বইটা সবার পড়া উচিৎ। পড়তে হবে’

শেষ করছি… বইয়ের প্রথম পৃষ্টার দুইটি লাইন দিয়ে
‘ আমাদের দেশের সবচাইতে প্রাচীন এবং সবচাইতে সম্ভ্রান্ত বিশ্ববিদ্যালয়টি হাল আমলে এমন এক রণচণ্ডী চেহেরা নিয়েছে, এখানে ধন প্রাণ নিয়ে বেঁচে থাকা মোটেই নিরাপদ নয়’

আশ্চর্য আমার কানে একটা শব্দ বারবার আওয়াজ করছে ‘ লেখক হলে ছফা সাহেবের মতো হও… লেখক হলে ছফা সাহেবের মতো হও… ‘
কেন? এ শব্দ কে করতেছে? কই থেকে আসছে এ শব্দ?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!