দাজ্জালের আগমন কাহিনী – Dajjal Pdf book download
আজকাল অনেকে জানেনা ইলুমিনাতী ফিতনা কি?
তাই আজকে আপনাদের জানার জন্য একটা ভাল PDF বই দিচ্ছি দাজ্জাল ইলুমিনাতির বিষয়ে আশা করি এই PDF বই টি পরে সামান্য কিছু হলেও জানতে পারবেন।
বইয়ের নাম: দাজ্জাল কালো পতাকার চুড়ান্ত শত্রু
ফাইল টাইপ: PDF (পিডিএফ)
ফাইল সাইজ: ৪ মেগাবাইট
Link Type: Google Drive
dajjal pdf book Download Link: Click here
আরো দেখুন:
# দাজ্জাল বিষয়ক আরো ৪টি বই ডাউনলোড করুন
“আত্ম-চৈতন্য”
খন্দকার_এম_এ_সালাম
এই সালাম তুই এখনো কেন
ঘুঁমিয়ে আছিস বল!
তোর নিজের ঘরে লুটপাট করে
তোর সন্ত্রাসী দল।
এই সালাম তুই এখনো কেন
ঘুঁমিয়ে আছিস বল!
লুটেরার দল লুটে নিলো তোর
সঞ্চিত সম্বল।
ত্বরা করে জাগ কুনিদ্রা ত্যাগ
শমসের হতে ধর,
অলসতা ছাড় উঁচু করে ঘাড়
মার সন্ত্রাসী মার।
প্রতিরোধ কর প্রতিহত কর
থাকতে জীবন কাল।।
এই সালাম তুই এখনো কেন
ঘুঁমিয়ে আছিস বল!
তোর ঘরের আজ নাইকো বেড়া
নাই দরজা তালা,
নড়বড়ে সব খুঁটি গুলো
নাইকো ঘরের চালা।
এই ঘরে তুই বসবাস আর
করবি কতকাল??
এই সালাম তুই এখনো কেন
ঘুঁমিয়ে আছিস বল!
আপনার ভালো পাগলেও বোঝে
তুই কেন বুঝলিনা,
তোর ঘরের আজ দখল নিলো
সন্ত্রাসী ছয়জনা।
ওরা রং তামাশায় মত্ত হয়ে
করছে কোলাহল।।
এই সালাম তুই এখনো কেন
ঘুঁমিয়ে আছিস বল!
অন্ধকার এই নড়বড়ে ঘরে
কবে দিবি আলো বেড়া,
আর কতকাল কাটাবি জীবন
এমন ছন্নছাড়া?
মেরামত করে ঘরখানা তোর
আলোর মশাল জ্বাল।।
এই সালাম তুই এখনো কেন
ঘুঁমিয়ে আছিস বল!
১ম
জারজ চায় নষ্টামীর মহাজাগরণ
ভ্রষ্টতার বাহারী পথে রঙ্গীন আবরণ
যৌনাসক্তির নেশা ফাঁদে শৈল্পীক বিবরণ
সুযোগ সন্ধানী আয়োজনে চলে বিপণন
মহাজন আড়ালে হাসে/চাষে শুরু মুনাফা গণন।
৩য়
কূ-বাসনা চরিতার্থে অবিরত নষ্ট উদ্গীরণ
অশ্লীল জলোচ্ছ্বাসে জয়োল্লাস প্রতিজ্ঞা আমরণ
জাতি ধর্ম জনপদে ছককষা গুপ্ত সমীকরণ
বৈশ্বিক ঘোরে জাত চরিত্র পাল্টায়; অশোভন!
জাতি সত্ত্বায় উড়ন্ত উদ্ভ্রান্ত; হোক অপসারণ।
৪র্থ
শূদ্ধ শুভ বুদ্ধির প্রত্যয়ে জেগে উঠুক বুদ্ধজন
নৈতিকতা! সে-ই তো আসল জাতীসত্ত্বার উন্নয়ন
অশুভ আবহ ত্রাস নাশে হোক পবিত্রতার বিশ্বায়ন
দাজ্জাল নিয়ে আর কোনো বই লাগলে জানাবেন।