Currently set to Index
Currently set to Follow
একাদশ দ্বাদশ শ্রেণির সকল গাইড বই Pdf Download

ষষ্ঠ শ্রেণির গণিত সমাধান Pdf – class 6 math solution pdf bangladesh

বইয়ের নাম: ষষ্ঠ শ্রেণির গণিত সমাধান গাইড Pdf
লেখকের নাম: nctb book
ধরণঃ class 6 math solution pdf bangladeshক্যাটাগরি:
ফাইল ফরম্যাট: Pdf free Download(পিডিএফ)
ফাইল সাইজ: ২৭ মেগাবাইট
প্রকাশনী: Class six lecture guide  pdf

Pdf Free Download link: 

Click Here download ষষ্ঠ শ্রেণির গণিত সমাধান Pdf

class 6 math solution pdf bangladesh

সরল মুনাফা : প্রতি বছর শুধু প্রারভভিক মূলধনের ওপর যে মুনাফা হিসাব করা হয়, একে সরল মুনাফা বলে । শুধু মুনাফা বলতে সরল মুনাফা বোঝায় ।

ফরিদা বেগম তার কিছু জমানো টাকা ব্যাংকে রাখার সিদ্ধান্ত নিলেন । তিনি ১০,০০০ টাকা ব্যাংকে আমানত রাখলেন। এক বছর পর ব্যাংকের হিসাব নিতে গিয়ে দেখলেন, তাঁর জমা টাকার
পরিমাণ ৭০০ টাকা বৃদ্ধি পেয়ে ১০,৭০০ টাকা হয়েছে। এক বছর পর ফরিদা বেগমের টাকাকীভাবে ৭০০ টাকা বৃদ্ধি পেল? ব্যাংকে টাকা জমা রাখলে ব্যাংক সেই টাকা ব্যবসা, গৃহনির্মাণ ইত্যাদি বিভিন্ন খাতে খণ দিয়ে সেখান থেকে মুনাফা করে। ব্যাংক সেখান থেকে আমানতকারীকে কিছু টাকা দেয়। এ টাকাই হচ্ছে আমানতকারীর প্রাপ্ত মুনাফা বা লভ্যাংশ । আর যে টাকা প্রথমে ব্যাংকে জমা রাখা হয়েছিল তা তার মূলধন বা আসল । কারো কাছে টাকা জমা রাখা বা খণ দেওয়া এবং কারো কাছ থেকে টাকা ধার বা খণ হিসেবে নেওয়া একটি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। এই প্রক্রিয়া মূলধন, মুনাফার হার, সময় ও মুনাফার সাথে সম্পর্কিত ।
লক্ষ করি;
মুনাফার হার : ১০০ টাকার ১ বছরের মুনাফাকে মুনাফার হার বা শতকরা বার্ষিক মুনাফা বলা হয় ।
সময়কাল : যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয় তা এর সময়কাল |

বইটিতে যা যা পাবেনঃ- 

  • ১ অধ্যায়ঃ স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ
  • ২ অধ্যায়ঃ অনুপাত ও শতকরা
  • ৩য় অধ্যায়ঃ  পূর্ণসংখ্যা
  • চতুর্থ  অধ্যায়ঃ বীজগণিতীয় রাশি
  • পঞ্চম  অধ্যায়ঃ সরল সমীকরণ
  • ৬ষ্ট  অধ্যায়ঃ জ্যামিতির মৌলিক ধারণা
  • সপ্তম  অধ্যায়ঃ ব্যবহারিক জ্যামি
  • অষ্টম অধ্যায়ঃ  তথ্য ও উপাত্ত

ষষ্ঠ শ্রেণির গণিত সমাধান গাইড ছাড়াও আর কোনো বই লাগলে জানাতে ভুলবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!