Currently set to Index
Currently set to Follow
Latest Bangla Pdf

বাদশাহ নামদার Pdf free Download

badshah namdar humayun ahmed pdf download –

ধরুন অনেক দিন আপনি আপনার পছন্দের খাবার খেতে পারছেন না। একদিন হঠাৎ করেই পছন্দের খাবার পেলেন। দ্রুত না খেয়ে ধীরে ধীরে মুখে স্বাদ লাগিয়ে খেতে লাগলেন। খাওয়ার পর এক ধরনের ভালোলাগা কাজ করলো আপনার মধ্যে যেটা আগে কখনো লাগেনি।

হ্যাঁ, পড়ছিলাম হুমায়ূন আহমেদ এর “বাদশাহ নামদার হুমায়ূন আহমেদ উপন্যাস pdf download”। অনেকদিন থেকেই কেমন যেন মনের মত কোন বই পাচ্ছিলাম না। ঢাকা এসে বাইরে বের হওয়াটাও এখন বেশ ঝুঁকিপূর্ণ তাই বোনের শেলফ থেকে বইটা বের করে পড়া শুরু করলাম। প্রথম দু এক পৃষ্ঠা পড়ে রেখে দিচ্ছিলাম ভাবলাম পরে পড়ব কিন্তু পরে আরো কিছুদূর পড়ার পর মনে হলো বইটা শেষ করতে সময় কম লাগলেও আমাকে একটু বেশি সময় নিয়েই বইটা পড়তে হবে।

বাদশাহ নামদার রিভিউ – badshah namdar book review

দিল্লির সম্রাট এর উত্থান পতন তার ভেতরে চলতে থাকা শত্রুর ষড়যন্ত্র, সন্তানের প্রতি সম্রাটের অগাধ ভালোবাসা, স্ত্রীর প্রতি সম্মান প্রদর্শন, যুদ্ধপ্রস্তুতি, প্রজাদের প্রতি শ্রদ্ধা, বিচক্ষণতা, একজন সম্রাটের উদাসীন ভাব, জয়-পরাজয় কি নেই?
বইতে মোঘল সম্রাটের সব বিষয়গুলো তুলে না আনা হলেও উল্লেখযোগ্য বিষয়গুলোকে তুলে আনা হয়েছে। তাই অল্পের মধ্যে হলেও যথেষ্ট সুখপাঠ্য একটি বই।

🔹পছন্দের লাইনঃ

‘ইতিহাস কাউকে কাউকে মনে রাখে, কাউকে রাখে না। বৈরাম খাঁ’র বীরত্বগাথা ইতিহাস মনে রেখেছে। কাশেম খাঁ’র বীরত্বগাথা মনে রাখে নি।’

বইয়ের প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। বইয়ের সাথে প্রচ্ছদ টা আসলেই মানানসই লেগেছে। বানান ভুল খুব একটা চোখে পড়েনি আবার বইতে বিভিন্ন সময়ে প্রয়োজনীয় টিকা ব্যবহার করায় বেশ সুবিধা হয়েছে।

বইঃ বাদশাহ নামদার
লেখকঃ হুমায়ূন আহমেদ
প্রকাশনীঃ অন্যপ্রকাশ
মুদ্রিত মূল্যঃ ৪০০ টাকা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!