Currently set to Index
Currently set to Follow
Arif Azad Pdf Book Download

আরিফ আজাদের বই Pdf download (11+টি বই একত্রে) – arif azad books pdf

অনেকদিন পর নিয়ে এলাম সবগুলো আরিফ আজাদের বই Pdf download কালেকশন।  Arif Azad  All Books Pdf download (পিডিএফ ডাউনলোড) লিস্টঃ

  • জীবন যেখানে যেমন আরিফ আজাদ Pdf DownloadDownload
  • নবী জীবনের গল্প – আরিফ আজাদ Pdf
  • আসমানের আয়োজন আরিফ আজাদ Pdf
  • প্রত্যাবর্তন আরিফ আজাদ pdf
  • সত্যকথন আরিফ আজাদ pdf
  • আরজ আলী সমীপে
  • মা মা মা বাবা বই pdf
  • গল্পগুলো অন্যরকম
  • বেলা ফুরাবার আগে Pdf
  • প্যারাডক্সিক্যাল সাজিদ ১, ২ Pdf

প্রত্যাবর্তন আরিফ আজাদ pdf  || prottaborton pdf By Arif Azad

প্রত্যাবর্তন আরিফ আজাদ ডাউনলোড লিংকঃ prottaborton 2 pdf book download by arif azad

দুআ করার উৎকৃষ্ট সময়: পবিত্র কুরআনে মহান আল্লাহ ইরশাদ করেন-‘যখন তােমার কাছে বান্দা আমার সম্পর্কে জিজ্ঞেস করে, (তখন বলে দাও) নিশ্চয়ই আমি তাদের কাছে। প্রার্থনাকারী যখন আমাকে ডাকে, তখন আমি তার ডাকে সাড়া দিই।সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয় এবং ঈমান আনে। আশা করা যায়, তারা সফলকাম হবে।’ সূরা বাকারা : ১৮৬রাসূল এ দুআ করার জন্য আমাদের বিশেষ কিছু সময়ের কথা জানিয়েছেন। এই সময়গুলােতে দুআ করলে তা কবুল হওয়ার সম্ভাবনা থাকে। যেমন : তিনি বলেছেন-‘জুমার দিন এমন একটি মুহূর্ত আছে, যেই মুহূর্তে বান্দা যা প্রার্থনা করবে, তা-ই তাকে দেওয়া হয়। বুখারি : ৬৪০০, মুসলিম : ১৪০৭ এই সময়টা নিয়ে মতান্তর আছে; তবে অধিকাংশ কলার মনে করেন, এই সময়টা হলাে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত।রাসূল ও আরেকটি বর্ণনায় বলেছেন-‘আজান ও ইকামতের মধ্যবর্তী সময় দুআ কবুল হয়। সুতরাং তােমরা দুআ করাে।মিশকাত : ৬৭১এই সময়ের দুআ ফিরিয়ে দেওয়া হয় না। তাই যেসব সম্মানিত মুসুল্লিগণ আজানের সময় মসজিদে প্রবেশ করে জামাত শুরু হওয়ার অপেক্ষা করেন, তারা এই সময়টুকু কাজে লাগাতে পারেন। আল্লাহর কাছে খােলা মনে দুআ করতে পারেন।নামাজের মধ্যেই এমন বেশ কিছু সময় আছে, যখন আমরা দুআ করতে পারি। এই সময়গুলােএতটাই বরকতপূর্ণ যে, তাতে দুআ কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এর মধ্যে সিজদার ভেতরে,কুরআনিক দুআ সালাম ফেরানাের আগে ও পরে দুআ করার পক্ষে বেশি মতামত পাওয়া যায়। তবে এই তিনটিসময়ের মধ্যে আবার সিজদার সময়টিকে বেশি গুরুত্বপূর্ণ মনে করা হয়। রাসূল বলেছেন-‘সিজদারত বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী। সুতরাং সে সময় বেশি বেশি দুআকরাে।’ মুসলিম : ৪৮২এই সময়ে আমরা দুনিয়ার ও আখিরাতের কল্যাণ কামনায় দুআ করব। উল্লেখ্য, আমার শিক্ষকগণ এবং ইসলামের ক্লাসিকাল স্কলাররা এই মতামত দিয়েছেন যে, নামাজরত বান্দা সিজদায় আরবিতে

আরিফ আজাদ pdf download

আসমানের আয়োজন by arif azad books pdf

আসমানের আয়োজন আরিফ আজাদ Pdf ডাউনলোড লিংকঃ ma ma ma ebong baba pdf

তাসবিহ পাঠ করার পর নিজ মাতৃভাষাসহ যেকোনাে ভাষায় আল্লাহর কাছে প্রাণখুলে দুআ করতে পারবে। তিলাওয়াতে এবং নামাজের মধ্যে জিকির-আজকার ও তাসবিহগুলাে আরবিতে হতে হবে। কিন্তু অতিরিক্ত দুআগুলাে ভিন্ন ভাষায় করারও অবকাশ রয়েছে। যেহেতু এই অতিরিক্ত দুআগুলাে ব্যক্তির নিজস্ব, এটা নামাজের অংশ নয়, তাই এখানে অন্য ভাষা ব্যবহার করা যেতেই পারে। দুআ কবুলের সময় নিয়ে নবিজির ও আরেকটি বর্ণনা আছে। যেখানে তিনি বলেছেন- | ‘তিন ব্যক্তির দুআ কখনাে ফিরিয়ে দেওয়া হয় না। যখন রােজাদার ব্যক্তি ইফতারের মুহূর্তে দুআ করলে, ন্যায়পরায়ণ শাসকের এবং নির্যাতিত ব্যক্তির দুআ।’ মুসনাদে আহমাদ, তিরমিজি অর্থাৎ একজন রােজাদার সারাদিন রােজা রাখার পর যখন ইফতারি সামনে নিয়ে বসে, তখন সে যে দুআগুলাে করে, তা ফিরিয়ে দেওয়া হয় না। তাই রমজান মাসসহ যেকোনাে নফল রােজার ক্ষেত্রেই আমাদের সচেতনভাবে এই সময়টুকু দুআ করার কাজে লাগানাে উচিত। আমরা যেন খাবারের বর্ণনা, রাজনীতি, গিবত বা পরনিন্দা করতে গিয়ে এই সময়টা নষ্ট না করি। ইফতারির আগের সময়টা দুআ আর জিকিরে ব্যস্ত থাকা উচিত। দুআ করার আরেকটি বিশেষ দিন হলাে লাইলাতুল কদর। এই রাতের দুআর যে শক্তি, তা অন্য কোনাে রাতে পাওয়া যায় না। এই একটি রাতের আমল মানুষের এক জীবনের গড় আয়ুর পরিমাণের চেয়েও (৮৩ বছর) বেশি হয়ে যায়।

আসমানের আয়োজন আরিফ আজাদ Pdf Download

বেলা ফুরাবার আগে by arif azad books pdf

বেলা ফুরাবার আগে Pdf Download ডাউনলোড লিংকঃ Bela Furabar age Pdf 

তাই লাইলাতুল কদরের সারা রাত দুআ ও জিকিরের মাধ্যমে অতিবাহিত করা উচিত। । উম্মুল মুমিনিন হজরত আয়শা ০৯ থেকে বর্ণিত ‘আমি রাসূল -কে প্রশ্ন করেছিলাম-“হে আল্লাহর রাসূল! যদি জানতে পারি, কোন রাতটি লাইলাতুল কদর, তাহলে আমি কোন দুআটি পাঠ করব?” কুরআনিক দুআ so প্রিয় নবি কারিম। الله انك عفو تحب العفو فاعف عني “হে আল্লাহ! আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালােবাসেন; অতএব, আমাকে ক্ষমা করে দিন।”” মুত্তাফিকুন আলাইহি, মুসনাদে আহমাদ, ইবনে মাজাহ, তিরমিজি, মিশকাত

মা মা মা বাবা বই pdf || ma ma ebong baba by arif azad pdf book

মা মা মা বাবা বই pdf  ডাউনলোড লিংকঃ arif azad books pdf

১টা প্রশ্ন , কীভাবে আদম ঐ আল্লাহর কাছে ক্ষমা পেলেন? কীভাবে আবার তিনি আল্লাহর করুণাধারায় সিক্ত হওয়ার সুযােগ পেলেন? আল কুরআনে আল্লাহ তায়ালা বলেন- تلقى اد من ربه لي فتاب علیه و التراب الوچی۔ ‘অতঃপর হজরত আদম তাঁর পালনকর্তার কাছ থেকে কয়েকটি কথা শিখে নিলেন। অতঃপর আল্লাহ তাঁর প্রতি (করুণাভরে) লক্ষ করলেন। নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল ও অসীম দয়ালু।’ সূরা বাকারা : ৩৭ হজরত আদম # আমাদের সবার প্রতিনিধিত্ব করেন। তিনি যা করেছেন, যা অনুভব করেছেন, আমরা মানুষ হিসেবে তারই ধারাবাহিকতা পালন করে থাকি। তাই যখনই আমরা কোনাে অপরাধ করব, আমাদের উচিত আদি পিতা হজরত আদম -এর কথা স্মরণ করা; কীভাবে তিনি অনুতপ্ত হয়েছিলেন, তওবা করেছিলেন, সেই প্রক্রিয়াগুলাে অনুশীলন করা।

মা মা মা বাবা বই pdf রিভিউ ma ma ebong baba by arif azad pdf book

নবী জীবনের গল্প by arif azad books pdf

নবী জীবনের গল্প – আরিফ আজাদ Pdf ডাউনলোড লিংকঃ click her arif azad books pdf

আল্লাহ আমাদেরও অসংখ্য নিয়ামত দিয়ে বাঁচিয়ে রেখেছেন। এই পৃথিবীতে চলার পথে প্রতিটি ক্ষেত্রেই আমরা আল্লাহর করুণা ভােগ করি। এরপরও আমরা আল্লাহকে ভুলে যাই, নাফরমানি করি, পাপে লিপ্ত হই। এখান থেকে আমরা কীভাবে উত্তরণ পেতে পারি, তা-ও শিখব হজরত আদম – এর ঘটনা থেকেই। উপরােক্ত আয়াতে আল্লাহ বলেছেন, তিনি আদম -কে কিছু কথা শিখিয়ে দিয়েছিলেন। মূলত এই কথাগুলােই হলাে দুআ। আল্লাহ তায়ালা বিশেষভাবে যে দুআটি শিখিয়েছিলেন, তা উল্লেখ করা হয়েছে সূরা আল আরাফে ربنا ظلمنا أنفسنا وان لم تغفر لنا وتر التوت من الخيير ين- “হে আমাদের রব! আমরা নিজেদের প্রতি অন্যায়-জুলুম করেছি।

arif azad books pdf:  যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং দয়া না করেন, তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। সূরা আরাফ : ২৩ এই দুআটাই আল্লাহ রাববুল আলামিন আমাদের আদি পিতাকে শিখিয়েছিলেন। এ কারণে দুআটি দিয়েই এই অধ্যায় শুরু করছি। এই অধ্যায়ে আরও বেশ কয়েকটি দুআ, সেগুলাের প্রেক্ষাপট ও ফজিলত নিয়েও আলােচনা করব। তবে এ বইটিতে মূলত সেই দুআগুলাে নিয়েই আলােচনা করব, যেগুলাে সরাসরি আল কুরআনে উল্লেখিত হয়েছে।

nobi jiboner golpo pdf download arif azad নবি জীবনের গল্প আরিফ আজাদ

আরজ আলী সমীপে pdf Download by Arif Azad

আরজ আলী সমীপে pdf  ডাউনলোড লিংকঃ arif azad books pdf

প্রসঙ্গক্রমে এখানে এমনটা বলাও অত্যুক্তি হবে না যে, এই দুই ছিল পৃথিবীতে হজরত আদম -এর প্রথম ইবাদত। তখনও নামাজ পড়ার বিধান জারি হয়নি। জাকাত বা হজের মতাে আমলগুলাে পালন করারও কোনাে সুযােগ ছিল না। রােজা রাখার বিধান তখন পর্যন্ত প্রবর্তিত হয়নি। এমনই এক বাস্তবতায় সবকিছুর আগে হজরত আদম $ ও হজরত হাওয়া # এই দুআটিই বারবার পাঠ করছিলেন। এ কারণে দুআাকে মানুষের প্রথম ও প্রাথমিক ইবাদত হিসেবেও গণ্য করা যায়। হজরত আনাস থেকে বর্ণিত, রাসূল ঃ বলেছেন- | ‘দুআই হচ্ছে ইবাদতের সারবস্তু।’ তিরমিজি আল্লাহ বলেন- وقال ربكم ادعوني استجب كان الي يشتبون عن عبادتي سي ځلون جهته ذرین – “তােমরা আমাকে ডাকো দুআর মাধ্যমে, আমি তােমাদের ডাকে সাড়া দেবাে।

জবাব আরিফ আজাদ pdf download – jobab by arif azad books pdf

জবাব আরিফ আজাদ pdf download ডাউনলোড লিংকঃ All arif azad books pdf

যারা আমার ইবাদতে অহংকার করে, তারা অচিরেই লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে।’ সূরা মুমিন : ৬০ এই আয়াতটি লক্ষ করুন। মহান আল্লাহ আয়াতটি শুরু করেছেন দুআর কথা বলে, আর শেষ করেছেন ইবাদতের প্রসঙ্গ ধরে। দুআ আর ইবাদত পরস্পরের সাথে সম্পর্কিত। প্রকৃত ঈমানদাররা আল্লাহর কাছে দুআ করতে কখনােই ভুল করে না। আরেকটি বিষয় হলাে, দুআর বিষয়টি রমজান মাসের সাথেও সম্পর্কিত। আল্লাহ তায়ালা রােজাকে ফরজ করেছেন সূরা বাকারার ১৮৩ নং আয়াত দিয়ে। সূরা বাকারার এই আয়াত থেকে পরবর্তী ১৮৭ নং আয়াত পর্যন্ত আল্লাহ রমজান মাসের ফজিলত ও বিধানগুলাে বর্ণনা করেছেন। অথচ এই আয়াতগুলাের মাঝখানে ১৮৬ নং আয়াতে আল্লাহ বলেছেন- واذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي تعلم پزشون۔ ‘আর আমার বান্দারা যখন তােমার কাছে জিজ্ঞেস করে আমার ব্যাপারে, তাদের জানিয়ে দাও-বস্তুত আমি রয়েছি তাদের খুবই নিকটে। যারা দুআ করে, আমি তাদের দুআ কবুল করে নিই। কাজেই আমার হুকুম মান্য করা এবং আমার প্রতি নিঃসংশয়ে বিশ্বাস করা তাদের একান্ত কর্তব্য—যাতে তারা সৎপথে আসতে পারে।’ সূরা বাকারা : ১৮৬

তো বন্ধুরা, আরিফ আজাদের বই মোট ১১ টি বই একত্রে শীঘ্রই দেব, ততক্ষণ সাথেই থাকুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!