বিজ্ঞান বিষয়ক বই Pdf Download
আপেক্ষিকতা – আলবার্ট আইনস্টাইন Pdf: Download
আপেক্ষিকতা – আলবার্ট আইনস্টাইন Pdf: Download link
আরো পড়ুন:-
(বিলিরিক ধারা—০৩, কাঠামো—০১)
বকবক
আশরাফুল ইসলাম
আলো লাগে ভালো, মনে পাই সুখ,
যাক দূরে সরে আছে যতো দুখ;
শত আশা মনে,
ফুল ফোটা বনে,
ঘুরি তার সনে, সখী জানি যারে,
মধু তুলে দেই, ভালোবাসি তারে৷
সবুজের মেলা, দেখে কাটে বেলা,
আমাদের দেশে; কাজে অবহেলা!
পাখি গান গায়,
নদী বয়ে যায়,
ঘাসে ঘষে পায়, বাতাসের দোলা,
আকাশের নীলে, হয়ে যাই ভোলা৷
ধরণীর সেরা, ফল-ফুলে ভরা,
লোকগুলো আজ, চেতনায় মরা;
চোর, ডাকু, ঠক,
করে বকবক,
পেতে চলে ছক, এই দেশে রোজ,
চালকের দল, চায় নিজ ভোজ৷
ভাবি বসে ভাই, কোথা বলো যাই?
কেড়ে নিলো সব, দেশে কিছু নাই;
রাজনীতি ফাও,
শুধু মেরে খাও,
হাত ভরে নাও, অসুরের চেলা!
ভেঙে যাবে বল, শেষ হবে খেলা৷