মাইন্ডসেট – আত্ম উন্নয়ন ও মেডিটেশন বই Pdf Download
Mindset bangla translated Pdf book free Download
বই – মাইন্ডসেট: চেঞ্জিং দ্য ওয়ে ইউ থিংক টু ফুলফিল ইয়োর পটেনশিয়াল
মূল লেখক – ক্যারল এস ডিউক
অনুবাদ– ফারজানা রহমান শিমু
ক্যাটাগরি– আত্ম-উন্নয়ন ও মেডিটেশন
প্রকাশনী: চর্চা গ্রন্থ প্রকাশ
১ম প্রকাশ: ২০১৯ সাল
file size: 33.4mb
মুদ্রিত মূল্য : ৳ ৪০০
ফাইল ফরম্যাটিং: সফটকপি, pdf
মাইন্ডসেট বই রিভিউ:
বইটি ২০১৯ সালের একুশে বইমেলা প্রকাশিত!
ভাল লাগার একটি বই বই। বইটি আপনাকে অনেক কিছু শেখাবে।
বুঝতে শেখাবে, সময় সব সময় রক থাকে না। এজন্য কখনো কখনো ভালো না লাগলেও কাজ করে যেতে হয়!
ধরুন যে, আপনার পদক্ষেপ ব্যর্থ হয়েছে। এজন্য সবাই আপনাকে প্রত্যাখ্যান করেছে। কিন্তু তবুও আপনি ভেঙে পড়েন নি, আপনি পরিপক্ক চিন্তাধারার পদক্ষেপ নিয়ে অটল। হয়ত এই সময়টা আপনার খারাপ লাগছে, কিন্তু আপনি এখনও তথ্য অনুসন্ধান করছেন। এই খারাফ সময়কে উত্তীর্ণ হওয়ার জন্য জন্য কাজ করে যাচ্ছেন। তবে জেনে নিন, আপনি সাক্সেস হবেন-ই।
একটা কাজে ব্যর্থ হওয়ার পর আমাদের মাঝে হতাশা, ব্যর্থতা গ্রাস করে। আমরা বাস্তব ও অবাস্তব নানা দুঃস্বপ্ন দেখতে শুরু করি।
তখন এসব বাধা বিপত্তি অতিক্রম করতে গিয়ে আমরা নিজের সাথে আলোচনা করি যে, এবার কি হবে? কিভাবে একে সামলাব? একসময় হয়ত ভেঙে পড়ি। অথবা সব নতুন করে শুরু করি। । বৈচিত্র্য জোগাড়ে নিজেকে গড়ে তুলি। তাহলেই সফলতা। তবে এ সফলতার জন্য আরও কিছু প্লান দরকার।
প্ল্যান প্ল্যানই। যা দ্বারা পরিপক্ক চিন্তাধারার একজন হতাশ ছাত্র যত খারাপ বোধ করত, তত বেশি উৎপাদনশীল কাজ করার মাধ্যমে, সে কোন কাজকে যত কম পছন্দ করত, সেটাকে আরো বেশি বেশি করে জটিল কাজটি সহজ করে তোলে। আসলে সফলতা হল- একটি সুনির্দিষ্ট, পরিপক্ক চিন্তাধারার কাজ করা ও তাতে লেগে থাকা। এভাবেই বাধা বিপত্তি অতিক্রম সম্ভব।
মাইন্ডসেট: চেঞ্জিং দ্য ওয়ে ইউ থিংক টু ফুলফিল ইয়োর পটেনশিয়াল বই Download link: Click here