ভাল্লাগে না – আয়মান সাদিক ও অন্তিক মাহমুদ – Vallage Na Pdf Download
বইয়ের নাম: ভাল্লাগে না
লেখকের নাম: আয়মান সাদিক ও অন্তিক মাহমুদ
ফাইল ফরম্যাটিং: (পিডিএফ) Pdf file
প্রকাশনী: আদর্শ
ক্যাটাগরি: ছাত্রজীবন উন্নয়ন
১ম প্রকাশ: ২০১৯ সাল
মোট পেজ সংখ্যা: ১১৯ পৃষ্ঠা
ভাল্লাগেনা বুক রিভিউঃ
বর্তমানে আমাদের সবার বিশেষ করে তরুণদের একটা কমন কথা হচ্ছে “ভাল্লাগেনা”। আমি তুমি সে প্রত্যেকে নিজেরাই এই ভাল্লাগেনা রোগে নিত্যদিন প্রচুর পরিমাণে আক্রান্ত আছি, আমাদের কেনো কোনো কিছু ভালো লাগে না তা মাঝে মাঝে আমরা নিজেরাও সেটা বুঝিনা। কেন? জানতে হলে বইটি পড়ুন।
এই “ভাল্লাগে না” নামক বইটি থেকে আমি বেশকিছু সমস্যা সমাধান পেয়েছি, তাই এই বইটাকে মোটামুটি ১টা ভালো গাইনলাইন মনে করি। যেমন ধরুন- আমরা প্রায়সই একটা কাজ কালকে করবো করবো করে তখন ওই কাজটা ফেলে রাখি যার কারণে সেটা আর করে উঠা হয় না। এখন কিভাবে ঐ কাজটা করব সেটা কেমন করে করবো সে সব বিষয়ে বিস্তারিত তথ্য দেয়া আছে এ বইটিতে ।
ভাল্লাগেনা বইটিতে বলা হয়েছে যে- যখন কেনো কিছু আমাদের ভালো লাগেনা সেগুলো ঐসময়ে note down করে রাখতে, যাতে করে পরে সেগুলোর উপর ভালভবে কাজ করতে পারি।
এছাাড়াও- আমাদের ভবিষ্যতে লক্ষ্য ও উদ্দেশ্য নির্ণয়ের জন্য ওই উপায় গুলোও বলা রয়েছে বইটিতে। লাইফে সাক্সেস হওয়ার জন্য ভবিষ্যৎ পরিকল্পনা, বর্তমান পরিকল্পনা, আগামী ৪-৫ বছরের পরিকল্পনা note down করে রেখে ঐ অনুযায়ী কাজ করতে বলা হয়েছে যাতে করে লাইফে সহজে সফল হতে পারি।
বইটিতে শেখানো হয়েছে কিভাবে খারাফ লোকের কথা পাত্তা না দিয়ে নিজের মত করে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়, কপাল ও কথার উপর মুল ভিত্তি স্থাপন না করে নিজের পরিশ্রম ও চেষ্টার সর্বোচ্চ টা দিয়ে সর্বভাবে চেষ্টা করে দেখতে হবে- এটাই সফলতার মুলমন্ত্র।
ভাল্লাগেনা বইটিতে বলা রয়েছে আমাদেরকে কিভাবে facebook চালানো উচিত এবং কিভাবে চালালে effective হবে, আর English ভীতি কিভাবে দূর করা যাবে এবং এসব কাজ শেখতে বা করতে কিভাবে time management করতে হবে, google calendar এর সঠিক ব্যবহার কিভাবে করবে, skill কিভাবে বাড়াতে হবে এসব নিয়ে বইটিতে কিছু chart দেওয়া আছে যেগুলো নিয়ে কাজ করলে অনেক effective solution আসবে যার মাধ্যমে লাইফে সফলতা নিশ্চিত সম্ভব।
একটা কথা বলে নিই- একসময় আমি নিজেও প্রচুর multi tasking ভাবে কাজ করতাম, কিন্ত এভাবে মাল্টি টাস্ক করে কাজ করাটা যে কতটা ভয়াবহ সেটা এই vallage na বইটি পড়ে ১ম জানতে পারলাম । আরও জানতে পারলাম- একই সাথে যদি ২টি কাজ করা হয় তাহলে একদিকে যেমন সময়ের খুব অপচয় হয়, তেমনি অপরদিকে আমাদের brain এর কর্মক্ষমতা কমে যায়। তাই এখন সিদ্ধান্ত নিলাম যে, এই মাল্টি টাস্ক কাজের ধরণটা পরিত্যাগ করবো যাতে নিজের কাজ ভালভাবে এগিয়ে নিয়ে সফল হতে পারি।
আরেকটা কথা জেনে রাখুন, এ বইটার বেশিরভাগ কথা সাদমান সাদিক ভাইয়া তার ভিডিওতেও বিভিন্ন সময়ে আলোচনা করেছেন, তারপর বই আকারে বের করেছেন যা আমার কাছে অনেক শিক্ষণীয় ছিলো। আমার ক্ষেত্রে ১টা ব্যাপার ঘটে, ভিডিও দেখলে কিছুক্ষণ পরেই আমি সেটা ভুলে যাই যার ফলে বই আকারে এসব গাইডলাইন নোট আকারে থাকায় এ বিষয়গুলো আমি একদম পুঙ্খানুপুঙ্খভাবে মনে রাখতে পারি, তাই বইটি আমার কাছে ভাল লেগেছে।
আর হ্যা, যখনই আমার আপনার এ ভাল্লাগেনা টাইপের রোগ হবে, তখন এ pdf বইটা পড়েবো যাতে ভাল্লাগে না রোগের প্যারাসিটামল হিসেবে কাজ করে। ধন্যবাদ!