দি মাস্টারপ্ল্যান থ্রিলার বই Pdf book free Download
বইয়ের নামঃ দ্য মাস্টারপ্ল্যান
লেখকের নামঃ মাহমুদুস সোবহান খান
প্রকাশনীঃ রোদেলা প্রকাশনী
ফাইল ফরম্যাটঃ Pdf( পিডিএফ)
বই মূল্যঃ ৩০০ টাকা
বইয়ের ধরণঃ থ্রিলার
দ্য মাস্টারপ্ল্যান থ্রিলার পিডিএফ বই রিভিউ:
বিগত কয়েকদিন যাবত আমার এ অলস জীবন যাপন আর অন্যদিকে কবিতা পড়ে পড়ে খুব যেন ঝিমিয়ে পড়েছি। তাই এসময়ে খুব দরকার ছিলো ১টা রগরগে থৃলার বই,যে বইটা আমাকে এত এত্ত স্ট্রেস দিবে যার ফলে যেন আমার স্বভাবজাত প্রচন্ড মাথাব্যথা শুরু হয়। আর হ্যাঁ, লেখক মাহমুদুস সোবহান খান এর এই
বইটি আমার চাহিদা বেশ ভালোভাবেই পূরন করেছে।
এইটা একটা Historical thriller বই ই, যে বইয়ের পাতায় পাতায় ঘটনা মোড় নেয়, রোলারকোস্টারের মতো স্টোরি দ্রুত ধাবিত হয়, the masterplan নামক এই বইয়ে কোনো দুর্বল চরিত্র নেই, সবাই প্রচন্ড ক্ষুরধার মস্তিষ্কের অধিকারী হওয়ায় বইটির এক অনন্য আকর্ষন তৈরি করেছে।
আপনি কোনোভাবেই predict করতে পারবেন না যে আসলে হবেটা কি next পেজে! এই বুকে একটু পুরনো রহস্য কে সলভ করে, যেটি কিনা শত শত বছর ধরে চলে আসছিলো এবং একই সাথে একটা masterplan ভেঙ্গে দেয় বইটির প্রধান ক্যারেক্টার নীল রিশাদ!
অসাধারন এই দ্য মাস্টারপ্ল্যান pdf থৃলার বইটিকে আমার থৃলার collection এ ১ম সারিতেই রাখবো। বিশেষ করে,এই বইটি লেখক মাহমুদুস সোবহান খানের ১ম মৌলিক থৃলার বই, তাই চিন্তা করলে সেদিক থেকেও সর্বোপরি এটা একটা অসাধারন থৃলার, তাই বলতে গেলে এই বইটা বেশ প্রশংসার দাবিদার!
দ্য মাস্টারপ্ল্যান মাহমুদুস সোবহান খান থ্রিলার বই Pdf file Download link:
কপিরাইটের কারণে লিংক শেয়ার সম্ভব হচ্ছে না