bangla translation pdf book

রোড টু সাকসেস pdf Download

নাম: রোড টু সাকসেস
লেখক: নেপোলিয়ন হিল
প্রকাশকাল: ফেব্রুয়ারি 2019

রোড টু সাকসেস নেপোলিয়ন হিল Pdf book review:

নেপোলিয়ন হিল পৃথিবীতে প্রথমবারের মতো জিপিএস সিস্টেমকে বিলবোর্ড আকারে তৈরি করেছেন,যেগুলো এই বই পাঠকদেরকে সাফল্যের পথ দেখিয়ে দিবে।আর তাই বিলবোর্ডগুলো তখন যেমন সঠিক এবং সত্য প্রমাণিত হয়েছিল,বর্তমান সময়েও তা প্রমাণিত এবং আপনার জীবনে যখনই এই বিলবোর্ডগুলো প্রয়োগ করবেন ঠিক তখন থেকেই এর সুফল পাওয়া শুরু করবেন।যখন বুঝবেন এই সাইনপোস্টগুলো অনুসরণ করা আপনার জন্য স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে, তখনই সেগুলো আপনাকে আপনার লক্ষ্যে পৌছে দিবে। আমার মনে হয়েছে বইটি সবচেয়ে বেশি কাজে দিবে আপনার ভার্সিটির প্রথম বর্ষ থেকে।তবে এই বই আপনার যৌবনকালেই কার্যকর। আপনার কাছে এটা নিতান্তই স্বাভাবিক মনে হলেও নেপোলিয়ন যথেষ্ট এক্সপেরিয়েন্সেস ব্যক্তিত্ব।তিনি মাঝ পথে আটকে গিয়ে একদম শুরু থেকে করার অভিজ্ঞতা রেখেছেন। এখনই বইটা পড়া শুরু করুন, আর যেখানে বইটা আপনাকে গাইড করছে,সেখানে এগিয়ে চলার পথ থেকে আপনি বিচ্যুত হতে পারবেন না।

Road to success by satyajit chakraborty pdf download link:

click here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!