bangla translation pdf book

প্যারাডাইস লস্ট বাংলা অনুবাদ pdf download

প্যারাডাইস লস্ট জন মিল্টন বাংলা অনুবাদ pdf book free download

বইয়ের নাম : “প্যারাডাইজ লস্ট”
লেখক : “জন মিল্টন”
ফাইল সাইজ: 05 mb
ফরম্যাট: Pdf

প্যারাডাইস লস্ট বই রিভিউ:

“প্যারাডাইজ লস্ট” (Paradise lost) মূলত একটি এপিক কাব্য।যার লেখক “জন মিল্টন”। ইংরেজি সাহিত্যে একজন বিখ্যাত কবি, যাঁকে শেক্সপীয়ার এর পরের অবস্থান দেওয়া হয়েছে।
জীবন যুদ্ধে একজন জয়ী যোদ্ধা তিনি। ” প্যারাডাইজ লস্ট” বইটি যখন প্রকাশিত হয় তখন তিনি ছিলেন দরিদ্র ও অন্ধ কিন্তু বইটি প্রকাশিত হওয়ার পর তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয় নি।১৬৫৮ সালে জন মিল্টন এ রচনা লেখা শুরু করে ছিলেন এবং শেষ করেছিলেন ১৬৬৩ সালে।প্রথম প্রকাশিত হয় ১৬৬৭ সালে।

কাহিনী সংক্ষেপ : “প্যারাডাইজ লস্ট” বইটিতে লেখক দেখিয়েছেন নতুন এক জগত।যেখানে চারপাশে কেউ নেই,আছেন ঈশ্বর, শয়তান এবং পৃথিবীর প্রথম মানুষ ‘আদম’ (Adam) এবং ‘ঈভ’ (Eve).জন মিল্টন আরও তুলে ধরেছেন আদি মানবের সেই আনুগত্যের অভাব, সেই নিষিদ্ধ ফলের কথা, যা মর্তালোকে মৃত্যু নিয়ে আসে এবং সবশেষে ‘Garden of Eden’ তথা স্বর্গ থেকে বিতাড়িত হয়েছেন।  “প্যারাডাইজ লস্ট” কাব্যটির মাঝে স্বর্গ-মর্ত্য-পাতালে কল্পনার পাখা মেলে দিয়েছেন লেখক।শয়তান এবং স্রষ্টার ভূমিকাকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে বইটিতে।

প্যারাডাইস লস্ট Pdf file download link: click here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!