নিঃসঙ্গ নক্ষত্র সাদাত হোসাইন pdf download
নিঃসঙ্গ নক্ষত্র Pdf Free Download
লেখকের নাম: সাদাত হোসাইন
ক্যাটাগরি: সমকালীন উপন্যাস
মধ্যবিত্ত জীবনের টানাপোড়েন নিয়ে বাস্তবধর্মী,অনুপ্রেরণাদায়ক,জাগরণমূলক একটি নিরেট পারিবারিক উপন্যাস ‘নিঃসঙ্গ নক্ষত্র ‘।
উপন্যাসের ১টা লাইন তুলে ধরলাম নিচে:
“চোখের ভেতর মন দেখতে মনের আলো লাগে এই জগতে সেই ক্ষমতা সবার থাকে না,কারো কারো থাকে কিংবা শুধু কোনো একজনেরই।”
আমার মনে হয়েছে মায়ার চেয়ে ভালবাসাকে লেখক একটা দায় হিসেবে দেখিয়েছেন। নানা চড়াই উৎরায় আছে মেয়েটির জীবনে। কিছু কঠিন বাস্তবতা আর তিক্ত অভিজ্ঞতা পুষে রেখে রেখে পাথরপ্রায় মেয়েটির জীবনেও বেশ অনাকঙ্খিত ভাবেই ভালবাসা আগমন ঘটে। কিন্তু ওই যে , নক্ষত্র গুলোকে দূর থেকে খুব নিবিড় ভাবে থাকতে দেখলেও কি হবে আসলে তাদের মধ্যে দূরত্ব তো আলোকবর্ষ সম।।
পরিশেষে ভালো লেগেছে যেইটা , একটা স্থানে অনু বলে , আমি চাইনা তুমি আমার অভ্যাস হয়ে যাও, আমি চাই তুমি আমার অনুভূতি হয়েই থেকো।
নিঃসঙ্গ নক্ষত্র রিভিউ:
রাত প্রায় একটার মতো পড়ে শেষ করে করলাম প্রিয় লেখক সাদাত হোসেনের আরো একটি বই
খুব পরিচিত গল্প। রোজ এমন গল্প চুপচাপ ঘটনায় রটে আমাদের শহরে।
সাদাত হোসাইন বই pdf download
সাদাত হোসেনেরর Nissongo nokkhotro বইয়ের পাঠক মন্তব্য দেখেই বোঝা যায় যে উনি কেমন বই লিখেন।:–
সাদাত হোসেনের নিঃসঙ্গ নক্ষত্র পড়ি প্রায় বছরখানেক আগে। এই বই নিয়ে লেখবার মতন কোন যোগ্যতা আমার নাই। মন্ত্রমুগ্ধ হয়ে পড়েছি, অনু, তনু, বেনু, অয়ন, শামীম, হাসান, ওয়াসিম সবার মাঝেই কোন না কোনভাবে হারিয়ে গিয়েছি, নিজেকে খুজে পেয়েছি, থ হয়ে গিয়েছি আর শেষ করবার পরে ভয়ংকর ভাবে অভিশম্পাত দিয়েছি আপনাকে!!
বইটার পরতে পরতে যে মায়া তৈরী করে পরে ঠান্ডা মাথায় সে মায়াকে আপনি জ্যান্ত কবর দিয়েছেন, আমার মতন অবেগী একজন মানুষ সেটাকে সাধারনভাবে মেনে নিতে পারে নাই।
আমি এতটাই মজে গিয়েছিলাম অফিস থেকে ফিরবার পথে তিন নাম্বার বাসের চিপায় বসে পড়েছি। আমাদের ইন্টারসিটি বাসে অনেক কিছু হয়, কিন্তু সেখানে আতিকায় একটা ছেলে উঠে, কসরত করে চিপা সিটে বসে, ততধিক কসরত কঅরে বই পড়ছে, এমন দৃশ্যে সচরাচর চোখে পড়ে না।
মেগা থেকে পিডিএফ ডাওনলোড হচ্ছে না লিংক corrupt দেখায়। এখন কী করবো?
mega link ঠিক করাই আছে। আপনি আবার চেক করে দেখুন।