Best Bangla Pdf Book List 01Sadat Hossen Pdf (১২টি বই ডাউনলোড)

নিঃসঙ্গ নক্ষত্র সাদাত হোসাইন pdf download

নিঃসঙ্গ নক্ষত্র Pdf Free Download

 
বইয়ের নাম: নিঃসঙ্গ নক্ষত্র
লেখকের নাম: সাদাত হোসাইন
ক্যাটাগরি: সমকালীন উপন্যাস

sadat hossen Pdf book review(short):

মধ্যবিত্ত জীবনের টানাপোড়েন নিয়ে বাস্তবধর্মী,অনুপ্রেরণাদায়ক,জাগরণমূলক একটি নিরেট পারিবারিক উপন্যাস ‘নিঃসঙ্গ নক্ষত্র ‘।
উপন্যাসের ১টা লাইন তুলে ধরলাম নিচে:
“চোখের ভেতর মন দেখতে মনের আলো লাগে এই জগতে সেই ক্ষমতা সবার থাকে না,কারো কারো থাকে কিংবা শুধু কোনো একজনেরই।”

গল্পটা একচরিত্রকেন্দ্রিক। অনু । গল্পটা তাকে ঘিরে থাকা কাঙ্খিত অনাকাঙ্খিত মানুষের গল্প নিয়ে। সেখানে ভালোবাসা আছে , মায়া আছে , কষ্ট আছে।
আমার মনে হয়েছে মায়ার চেয়ে ভালবাসাকে লেখক একটা দায় হিসেবে দেখিয়েছেন। নানা চড়াই উৎরায় আছে মেয়েটির জীবনে। কিছু কঠিন বাস্তবতা আর তিক্ত অভিজ্ঞতা পুষে রেখে রেখে পাথরপ্রায় মেয়েটির জীবনেও বেশ  অনাকঙ্খিত ভাবেই ভালবাসা আগমন ঘটে। কিন্তু ওই যে , নক্ষত্র গুলোকে দূর থেকে খুব নিবিড় ভাবে থাকতে দেখলেও কি হবে আসলে তাদের মধ্যে দূরত্ব তো আলোকবর্ষ সম।।
পরিশেষে ভালো লেগেছে যেইটা , একটা স্থানে অনু বলে , আমি চাইনা তুমি আমার অভ্যাস হয়ে যাও, আমি চাই তুমি আমার অনুভূতি  হয়েই থেকো।

নিঃসঙ্গ নক্ষত্র রিভিউ:

রাত প্রায় একটার মতো পড়ে শেষ করে করলাম প্রিয় লেখক সাদাত হোসেনের আরো একটি বই

বর্তমান সময়ের জনপ্রিয় লেখকদের মধ্যে তিনি হচ্ছেন অন্যতম। তার প্রতিটা বই যেমন পাঠকপ্রিয়তা পায় সেইরকম বেস্টসেলার ও হয়ে থাকে। তার প্রতিটা বই ই প্রশংশনীয়
বইটি শুরু করার পর থেকেই মন খারাপ হতে থাকে, অনু নামের সংগ্রামী চরিত্রটির সাথে আপনার পরিচয় হলে আপনি ও কষ্ট পাবেন তার পথচলা দেখে।
পরিবারের জন্য নিজের সব কিছু বিসর্জন দেয়া এমন চরিত্রের সাথে হয়তো আপনি নিজেকে ও খুঁজে পাবেন।
গল্পের অনু আপুকে দেখে ‘শঙ্খনীল কারাগার’র রাবেয়া আপুর কথা মনে হয়ে যাবে। তবে অনু আপুর শেষটা আরো ভয়ংকর, নিঃসঙ্গ নক্ষত্রের মতো একা মানুষটার অবর্ণনীয় কষ্ট ও যুদ্ধ শেষে সুখের হাত ছোঁয়া দূরত্বে গিয়ে বিধ্বস্ত হবার মতো। অনু আপু ও অয়নের সঙ্গ পেতে পেতে একসময় আপনিও নিঃসঙ্গতায় ভুগবেন!
একজন অবিবাহিত পূর্ণ বয়স্ক মেয়ে সমাজের অন্যান্য মানুষের চোখে আসলে কেমন মনে হয়, জীবনের প্রতিদিনকার দুঃখ, সুখ- এগুলোই তুলে ধরার চেষ্টা করা হয়েছে গোটা উপন্যাসে।
এখানে ফুটে উঠেছে এক বোনের গল্প, এক ভাইয়ের গল্প, কিছু নরপিশাচ এর গল্প।
খুব পরিচিত গল্প। রোজ এমন গল্প চুপচাপ ঘটনায় রটে আমাদের শহরে।
ধন্যবাদ বন্ধু তামিম বইটি  সংগ্রহ করে দেওয়ার জন্য
প্রিয় পাঠক, এক নিমিষে পড়ে ফেলার মতো বই। সব মিলিয়ে হৃদয় হা-হা করে উঠবে, কী বিপুল এক বিষণ্ণতাই না অনুভব করবেন…!!
সবমিলিয়ে “নিঃসঙ্গ নক্ষত্র” এক দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় উপন্যাস;এর সুন্দর প্রচ্ছদ যেমন দর্শকের নজর কাড়ে তেমনি উপন্যাসের পটভূমি পাঠকের মন কাড়ে।যেন পড়া শেষ হয়ে যায় কিন্তু তাঁর রেশটুকু দর্শককে রেখে দেয় প্রবল এক ঘোরলাগায়।

সাদাত হোসাইন বই pdf download

সাদাত হোসেনেরর Nissongo nokkhotro বইয়ের পাঠক মন্তব্য দেখেই বোঝা যায় যে উনি কেমন বই লিখেন।:–
সাদাত হোসেনের নিঃসঙ্গ নক্ষত্র পড়ি প্রায় বছরখানেক আগে। এই বই নিয়ে লেখবার মতন কোন যোগ্যতা আমার নাই। মন্ত্রমুগ্ধ হয়ে পড়েছি, অনু, তনু, বেনু, অয়ন, শামীম, হাসান, ওয়াসিম সবার মাঝেই কোন না কোনভাবে হারিয়ে গিয়েছি, নিজেকে খুজে পেয়েছি, থ হয়ে গিয়েছি আর শেষ করবার পরে ভয়ংকর ভাবে অভিশম্পাত দিয়েছি আপনাকে!!
বইটার পরতে পরতে যে মায়া তৈরী করে পরে ঠান্ডা মাথায় সে মায়াকে আপনি জ্যান্ত কবর দিয়েছেন, আমার মতন অবেগী একজন মানুষ সেটাকে সাধারনভাবে মেনে নিতে পারে নাই।
আমি এতটাই মজে গিয়েছিলাম অফিস থেকে ফিরবার পথে তিন নাম্বার বাসের চিপায় বসে পড়েছি। আমাদের ইন্টারসিটি বাসে অনেক কিছু হয়, কিন্তু সেখানে আতিকায় একটা ছেলে উঠে, কসরত করে চিপা সিটে বসে, ততধিক কসরত কঅরে বই পড়ছে, এমন দৃশ্যে সচরাচর চোখে পড়ে না।

নিঃসঙ্গ নক্ষত্র pdf download link: click here

 

Related Articles

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!