Currently set to Index
Currently set to Follow
Best Bangla Pdf Book List 01

(Pdf) হাবলুদের জন্য প্রোগ্রামিং + প্রোগ্রামিংয়ের চৌদ্দগোষ্ঠী – ঝংকার মাহবুব pdf download

Habluder jonno programming Jhankar mahbub books pdf free download

বইয়ের নাম: হাবলুদের জন্য প্রোগ্রামিং
লেখকের নাম: ঝংকার মাহবুব

হাবলুদের জন্য প্রোগ্রামিং বই রিভিউ

‘হাবলুদের জন্য প্রোগ্রামিং’ বইটি কাদের জন্য
যারা ভয়ের কারণে প্রোগ্রামিং শিখা শুরু করতেই পারে না। প্রোগ্রামিং কঠিন; সায়ন্সের স্টুডেন্ট বা ম্যাথে ভালো না হলে প্রোগ্রামিং শিখতে পারবে না মনে করে মুখ লুকিয়ে রাখে। তাদের জন্য গল্প আর মজার ছলে, চায়ের আড্ডার মাধ্যমে প্রোগ্রামিংয়ের বেসিক কনসেপ্টগুলো উপস্থাপন করা হয়েছে। তাছাড়া স্মার্টফোনে কোনকিছু ইনস্টল না করেই প্রোগ্রামিং প্রাকটিস করতে পারবে। আর যারা প্রোগ্রামিং শিখে কিছুটা এগিয়ে আছে, তারাও বইটি পড়ে প্রোগ্রামিংয়ের বেসিক কনসেপ্টগুলো ফকফকা করে নিতে পারবে।

বইয়ের ভূমিকা
যারা পরীক্ষায় ভালো নম্বর পায় না, যাদেরকে ভালো স্টুডেন্ট হিসেবে গণ্য করা হয় না, তাদেরকে পরোক্ষভাবে গাধা, বলদ বা হাবলু হিসেবে সম্বোধন করা হয়। এসব হাবলুরা পড়ালেখার মাঠে, চাকরির হাটে কিংবা প্রেমের ঘাটে, অনেকটাই পিছিয়ে থাকে।

 প্রোগ্রামিংয়ের চৌদ্দগোষ্ঠী ঝংকার মাহবুব pdf Download

হাবলুরা পড়ালেখায় হাবলু হলেও, দুনিয়ার সবকিছুতে হাবলু না। ক্লাস ফাঁকি দেয়ার ফন্দি, শর্টকাটে পাশ করার পদ্ধতি, ফ্রেন্ডের পকেট থেকে টাকা খসানোর সিস্টেম, হাবলুদের চাইতে ভালো কেউ জানে না। তাদের পড়ালেখা মনে না থাকলেও, টিভি সিরিয়ালের কাহিনী, সিনেমার ডায়ালগ, ইন্টারনেটের চিপা-চাপার খবর ঠিকই মনে থাকে। এমনকি এসব জিনিসে চাল্লুদেরকেও পিছনে ফেলে দেয় তারা। সেজন্যই হাবলুদের মতো করে, চায়ের দোকানের আড্ডার ভাষা দিয়ে, প্রোগ্রামিংকে উপস্থাপন করা হয়েছে। যাতে হাবলুরা হাবলু স্টাইলে প্রোগ্রামিং-এর মজা পেয়ে এগিয়ে যেতে পারে।

হাবলুদের জন্য প্রোগ্রামিং ঝংকার মাহবুব pdf link: click here

Related Articles

One Comment

  1. আমি ওমান (বিদেশে) থাকি তাই বইটি চেষ্টা করেও কিনতে পারিনি,,
    আপনারা যদি আমাকে pdf টা দিতেন খুব উপকার হতো,,,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!