Best Bangla Pdf Book List 01Ragib Hasan book pdf download

বিদ্যাকৌশল লেখাপড়ায় সাফল্যের সহজ ফরমুলা রাগিব হাসান pdf Download

বিদ্যাকৌশল বই রিভিউঃ √√

পড়াশোনায় যেকোনো স্টুডেন্ট-ই ভালো করতে চায়। কি ঠিক না? তবে দেখা যায় কারো জন্যে পড়াশোনা করা এবং ভালো রেসাল্ট অর্জন করা খুব সহজ। আবার দেখা যায়, তা কারো কারো জন্যে খুবই কঠিন ১টি কাজ।
কিন্তু কেনো এমনটা হয়? উত্তর: বিদ্যাকৌশল

যদি উত্তরটা না দিতাম, তাহলে অনেকে না বুঝে বলত “মেধা”! তবে এটা কিছুটা বাস্তবিক হলেও শুধু মেধাই কিন্তু ১জন ভালো স্টুডেন্ট হওয়ার মেইন নিয়ামক নয়। মেধা হচ্ছে জন্মগত, কিন্তু এর গোপন কথা সুত্র হচ্ছে- বিদ্যাকৌশল। বিদ্যাকৌশল খাটিয়ে, এটি শিখে কেউ কেউ মেধার কমতিটাও পুষিয়ে নেয়। এটা আসলেই সম্ভব।

এ বিদ্যাকৌশল বইটিতে সঠিক নিয়মে অধ্যয়ন করা এবং কোনো কিছু শেখার কলা কৌশল নিয়েই বিস্তারিত গাইডলাইন দেওয়া হয়েছে। লেখক রাগিব হাসান এই কলা কৌশলগুলোর নাম দিয়েছেন: বিদ্যাকৌশল।

রাগিব হাসান তার ছাত্রজীবন থেকেই ভালো রেসাল্ট করে আসছেন, তাই তিনি অনেক ভাল ভাল ছাত্রছাত্রীর সাথে পড়েছেন, জেনেছেন।  তাছাড়া, এখন টিচার হিসেবে তার অনেক সময়েই ভালো কিছু শিক্ষার্থীদের খুব কাছ থেকে দেখেছেন। আর, বিদ্যাকৌশল বইটি তার এসব এক্সপেরিয়েন্স এর ভিত্তিতেই লেখা হয়েছে।

স্কুল, কলেজ, ভার্সিটি সব ক্যাটাগরির স্টুডেন্ট দের জন্যই লেখা হয়েছে এ বইটি। বিদ্যাকৌশল বইটি সফল হোক প্রত্যেক স্টূডেন্টস এর জীবনে।

বইটি যেভাবে পড়বেন তার গাইডলাইনঃ

বিদ্যা কৌশল বইটির শুরুতে আলোচনা করা হয়েছে কিভাবে পড়াশোনার motivation ফিরে আনা যায়। আর সঠিক নিয়মে পড়াশোনা করার গুরুত্ব নিয়ে ১নজরে কিছুশলা পরামর্শ দেওয়া হয়েছে।

কিছু শেষ কথাঃ

বিদ্যাকৌশল বইটি তো আর আলাদিনের জাদুর চেরাগ নয়। তাই বিদ্যাকৌশলগুলো কাজে লাগাতে হলে ১জনের সাহায্য ও প্রচেষ্টা লাগবে।  আর সেটা হচ্ছে গিয়ে আপনি নিজেই।

জীবনে সফলতা পেতে বিদ্যাকৌশলী হোন এবং আপনি আপানার কাঙ্ক্ষিত লক্ষে এগিয়ে যাওয়ার জন্য কাজ শুরু করে দিন।
এখনই! এবং আজকের এই মুহুর্তে থেকেই।
দোয়া করি যেন, আপনার এ যাত্রা যেন শুভকর হয়।

বইটিতে নোট করে রাখার মত পয়েন্টগুলোঃ
পড়াশোনার মোটিভেশন হচ্ছে-

একটু একটু করে এগিয়ে গিয়ে নিজেকে পুরষ্কার দেওয়ার অভ্যাস গড়ে তোলা।
ভালো শিক্ষার্থী হবার পরিকল্পনা ভালো করে বুঝে পড়া ও ছোট ছোট ধাপে তা শেখা, অনুশীলন করা।

পড়ার প্রস্তুতি- পরিবেশ ও সময়ঃ

পড়ার আদর্শ সময় কোনটা?
উওর: সকালে পড়া।

শ্রেণীকক্ষে পড়া। গ্রুপ স্টাডি করে পড়া। পাশাপাশি দ্রুতলিখন এর অভ্যাস গড়ে তোলা।

দ্রুত শেখার উপায় নিয়ে ৩টি কার্যকর পদ্ধতি:

SQ3R পদ্ধতি

  • Survey
  • Question
  • Reading, Recite, Review

পড়া মনে রাখার সবচেয়ে সহজ উপায়ঃ
লিখুন, বলুন, চোখ বুজে দেখুন।

পড়ায় মন বসানোঃ
মানসিক স্থিরতা, আবেগ বশে আনা।

পোমডরো টেনিক

২৫ মিনিটের খন্ডে ভাগ করে পড়া। এরপর ৫/১০ মিনিট মন যা চায় তা-ই করুন। তারপর আবারও ২৫ মিনিট পড়া।

পরিকল্পনা ও পরীক্ষায় ভালো করার উপায়:

পরীক্ষার প্রস্তুতি নেওয়া। এজন্যে গোছানো পড়া, অনুশীলন, রিভিশন করা। পরীক্ষা প্রস্তুতির জন্য পাঁচ দিনের ১টাা পরিকল্পনা করা।
পরীক্ষার পূর্বরাত ও আগের রাতে কী পড়বেন তা সেট করা।

পরীক্ষা শেষ হলে ছুটির সময়কে কাজে লাগানো। এজন্যে পার্টটাইম কাজ বা টিউশনি একসাথে চালানো।

আলসেমি থেকে বাচার উপায়

– মনকে ঠকানো, এর মানে হচ্ছে পরিক্ষার ডেডলাইন যদি হয় ২০ তারিখ হয়, মনকে মিথ্যা মিথ্যা বুঝানো যে ডেডলাইন আসলে ১৫ তারিখ। হা হা হ!
আর ডেডলাইন এর আগে বা মধ্যে পড়া/কাজ শেষ করতে পারলে তখন নিজেকে পুরষ্কার দেয়ার ব্যবস্থা রাখা। হতাশা কাটানো ও আত্মবিশ্বাস বাড়ানো।

পড়াশোনায় সাফল্যের নিয়ম কানুন ও কলাকৌশল নিয়ে আলোচনা করে এ অসামান্য বিদ্যাকৌশল (Bidyakoushol) ও লেখাপড়ায় সাফল্যের সহজ ফরমুলা বইটির লেখক বিজ্ঞানী Ragib Hasan। যা তার অনন্য লেখনীর দ্বারা বইটিকে খুব সমৃদ্ধ করেছে।

biddakousol ragib hasan pdf download: click here

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!