ভাইরে আপুরে সাব্বির আহসান Pd Download
ভাইরব আপুরে সাব্বির আহসান Pdf book Download
বইয়ের নামঃ ভাইরব আপুরে
লেখকের নামঃ শাব্বির আহসান
ভাইরব আপুরে বই রিভিউঃ
ভাইরে/আপুরে, আপনেরা এখনো সাব্বির ভাইয়ার এই বইটা পড়েন নায়! 😕
খনি ফেলাই রাখছেন। Again, I’m saing that. স্বর্ণের খনি ফেলাই রাখছেন। কি নাই বইয়ে।
ভাইরে, ছাত্র জীবন শুধু একাডেমিক বই পইড়া কিংবা যৌবন শুধু প্রেম কইরা কাটানোর জন্য না।
এখন প্রশ্ন হইলো, তাইলে কি করমু? ভাইরে, বইটা পড়েন তারপর প্রশ্নটা চেঞ্জ হইয়া দাড়াবে, কোনটা থুইয়া কোনটা কড়মু?
জীবনের উদ্দেশ্য হুমড়ি খাইয়া পড়বে তখন। জীবন যে কতটা মূল্যবান হতে পারে বই পড়লে বুঝবেন।
এইডা খালি সস্তা মোটিভেশন বই না ভাই। সাথে প্রাকটিকাল মোটিভেশন।
টোটকা কি জিনিস, এই বই পড়ার পর বুঝসি। ভাইরে, কোয়ারেন্টাইন বলেন আর এমনি সময় বলেন। প্রতিটা টাইম আপনের কাছে সোনার খনি হয়ে যাবে।
যাষ্ট একবার, একবার! বইটা পড়েন ভাই। A to Z রিকমেন্ড করা আছে। বিশ্বাস করেন আর না ই করেন ধর্মের বিষয় পর্যন্ত বাদ যায় নায়।
এখনো বইসা আছেন? বইটা পড়া শুরু করেন নায় এখনো???
READ, LEARN AND SHOW THE WORLD WHAT YOU ARE MADE OF!
বইঃ ভাইরে আপুরে
লেখকঃ সাব্বির আহসান ( আঙ্কেল নয় ভাইয়া) ❤
🔥 A Masterpiece 🔥
📓
রিভিউ ২:
BOOK REVIEW-01
BOOK NAME: BHAIRE APURE!!
AUTHOR: SHABBIR AHSAN
GENERA: MOTIVATIONAL, INSPIRATIONAL.
PAGE NO: 125
SUMMERY: This book is basically aggregation of writers own life experiences and advices for youth to make the best use of their time and opportunities. If you are looking for a book that should contain some best ideas, direction for reducing procrastination and be active in daily basis then, you must love this book. Moreover, this is one of the best seller Bengali motivational books now a days. Here the writer brings out every positive opportunities of any situation the youth faces now a days. So, personally I think that it will be a worthy books to read if you are seeking some possible ways for being a productive person but don’t know how to start then it’s gonna be your asset indeed.
PERSONAL RATING: 8/10
FAVOURITE LINES:
1 .One life only, plan it, grow it enjoy the creativity of your plan. Cause when times runs out- you are as good as dead. You are late already.
2. You are better than you know it, and you can be best at something you want to be.
So, happy learning buddies! Cheers!!
ভাইরে/আপুরে!!!
– শাব্বির আহসান
পার্সোনাল রেটিং – ১০/১০
১২৮ পৃষ্ঠার বইটিতে মোট ৪৮ টি টপিক বর্ণনা করা হয়েছে। যদি আবার ১৮ বছর, ২০ বছর বয়সে ভাইয়া যেতে পারতেন তাহলে তিনি যা যা করতেন তা তিনি বলে দিয়েছেন এখানে। আবার, ২৫ বছর বয়সের আগেই যা যা করা উচিৎ তা ও বলা হয়েছে। সুতরাং সেসব করে ফেলার সুযোগ আমাদের এখনও রয়েছে। 😁 এছাড়াও ১০০ টা নন ফিকশন বুক লিস্ট, ফেসবুক ইফেক্টিভলি ব্যবহার করার ট্রিকস, English speaking এবং writing এর খুঁটিনাটি বিষয় সহ আরও অনেককিছু স্থান পেয়েছে এখানে। যেসব ব্যাপার নিয়ে আমরা প্রতিনিয়ত হতাশ হই, সেগুলো যে কতটা তুচ্ছ সেটা বুঝতে পারবেন এই বইটি পড়ে।
শাব্বির ভাইয়ার লেখা আমার পড়া প্রথম বই এটি। বইটি এত ভালো লাগার কারণ হলো- এটি প্রত্যেকটা স্টুডেন্টের জন্য একটা গাইডলাইন!
সুতরাং, পড়ে ফেলুন বইটি। আশা করি, ভালো লাগবে আপনারও। 💙
একদমই গুছিয়ে লিখতে পারিনা আমি। সুতরাং, ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, প্লিজ!
bhaire apure: pdf link