Best Bangla Pdf Book List 01

আমি একজন সেলসম্যান – তানভীর শাহরিয়ার রিমন Pdf Download


বইয়ের নাম: আমি একজন সেলসম্যান
লেখক: তানভীর শাহরিয়ার রিমন
বিভাগঃ নন ফিকশন
ধরনঃ আত্নউন্নয়ন
ট্যাগঃ ইমোশনাল ইন্টেলিজেন্সি, কর্পোরেট লাইফ ও পার্সোনাল লাইফের ব্যালেন্সড, file format: Pdf(পিডিএফ)

আমি একজন সেলসম্যান বই রিভিউ:

লেখক tanvir shahriar rimon তার ১৭বছরের কর্পোরেট জীবনের অভিজ্ঞতা থেকেই মূলত মার্কেটিং এর উপর এ বইটি লিখেছেন।  বইয়ের কথা আর চরিত্রগুলোর পাশাপাশি লেখকের গল্প বলার ধরণ কতটা সুন্দর এই বইটি না পড়লে বুঝতে পারবেন না।

বইটি ৮০পৃষ্ঠার একটি কর্পোরেট উপন্যাস। বইটির কোথাও সেলস বাড়ানোর কথা লিখা নাই, বেশি বিক্রয় করা বিক্রয়কর্মী হওয়ার উপায়ও বলা হয়নি বরং কিভাবে ইমোশনাল ইন্টেলিজেন্স ব্যবহারের মাধ্যমে  মানবিক বিক্রয়কর্মী হওয়া যায় এটা বলা হয়েছে। কর্পোরেট রাজনীতিটাকেও সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে।

ami ekjon salsman বইটিতে লেখক সেলসম্যানদের জীবন সংগ্রাম, কিভাবে টার্গেট পূরণ করতে হয়,  কিভাবে অন্যের প্রতি বিশ্বাস রেখে কাজ করতে হয়, ছাড় দিতে হয়, কিভাবে অন্যের কাজের প্রসংশা করতে হয়, অন্যের কাছে নিজেকে ফুটিয়ে তুলতে হয় বোঝাতে চেয়েছেন। বোঝানো হয়েছে কিভাবে রাগ অভিমান ভুলে সংবেদনশীল ভাবে কাজ করতে হয়। লিডারশীপ দক্ষতার উদাহরণও দেয়া হয়েছে।

তথাকথিত সেলসম্যানরা বেশিরভাগ ক্ষেত্রেই নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে টার্গেট ফিলাপের জন্য প্রোডাক্টকে সাত-পাঁচ বুঝিয়ে, প্রোডাক্টের দোষ-ত্রুটি গোপনের চেষ্টা করে। কিন্ত লেখক যেই জিনিসটিতে গুরুত্ব দিয়েছেন সেটা হলো সততা এবং স্বচ্ছতা। পাশাপাশি  বিভিন্ন ধরণের শিক্ষামূলক উদাহরণ দেয়া  যেগুলো আপনাকে ভালো মানুষ হতে সাহায্য করবে। বোঝানো হয়েছে আমাদের জীবনের প্রতিটা চরিত্রে কিভাবে সর্বোচ্চ ভালো থাকা যায়।

করপোরেট জীবনের এই গল্পের কাহিনির ঘূর্ণিতে প্রেম আছে,সংশয় আছে,প্রতিদিনের যাপন আছে,লক্ষ্য আছে,ব্যর্থতা আছে। আছে গোল্ড ডিগার মেয়ের গল্প, আছে প্রেমে ব্যর্থতার গল্প।

Pdf বইটির প্রতিটা পয়েন্টে,  প্রতিটা গল্পে গল্পে কত শিক্ষনীয় বিষয় লুকিয়ে আছে
প্রতিটা মানুষের এই বইটা পড়া উচিত,  নাহয় অনেক কিছু শেখার বাকি থেকে যাবে।

সেলসম্যানদের সংগ্রাম, চাকরিজীবনে বিক্রির চাপ সামলে এগিয়ে যাওয়ার অনেক উদাহরণ আমরা নিজের চোখে দেখেছি | আবার সেই চাপ সইতে না পেরে ভেঙ্গে পরতে দেখেছি অনেককে | এই বইতে লেখকের বাস্তব অভিজ্ঞতা একটু ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে |

প্রায় সকলের কর্পোরেট জীবনেই কিছু আপস এন্ড ডাউন্স থাকে যখন আমরা আসলেই নিজেদের ব্যালেন্সড হিসেবে ধরে রাখতে পারি না উক্ত সময়টায় নিজেকে সামলে সিচুয়েশনের মধ্যে থাকা খুবই গুরুত্বপূর্ণ | লেখক তার বাস্তব জীবনের কিছু কথা এই বইটিতে শেয়ার করেছেন| here

লেখকের জীবনের বাস্তব গল্প দিয়ে লেখা হলেও এটা আসলে গল্পের বই না | আমি একজন সেলসম্যান pdf বইটিতে গল্পের ছলে কোনো গভীর ম্যাসেজ আমাদেরকে দিতে চেয়েছেন | বর্তমান কর্পোরেট দুনিয়ায় সব কিছুই প্রতিনিয়ত আপগ্রেড হচ্ছে তাই সেখানে একজন সেলসম্যান হিসেবে টিকে থাকতে হলে নিজেদের মধ্যেও ইমোশনাল ইন্টেলিজেন্সির অনেক বড় আপগ্রেড আনতে হবে অন্যথায় আমরা কর্পোরেটের এই লড়াইয়ে বেশী সময় টিকতে পারব না |

লেখক খুব চমৎকার ভাবে অসাধারণ ইমোশনাল ইন্টেলিজেন্সি দক্ষের মাধ্যমে কর্পোরেটর জীবন এবং নিজের ব্যক্তিগত জীবনের ব্যালেন্সড দেখিয়েছেন এই বইটি | বেঁচে থাকার জন্য টাকা আয় করার পরিবর্তে তার ছেলেমেয়ে দের মানবিক বা নৈতিক শিক্ষার প্রায়োরিটি দিয়েছেন তিনি | তার গল্প শুধু গল্প নয় পুরো এক জীবনের গাইডলাইন |

যদি আপনি কর্পোরেট সংস্কৃতিতে অভ্যস্ত কোনো সেলসম্যান বা কোম্পানির বড় কোনো পদস্থ কর্মকর্তা অথবা ক্যারিয়ার শুরু করা কোনো নবীন হয়ে থাকেন তবে বইয়ের গল্পে বর্ণিত আপস এন্ড ডাউন্স এর মধ্যে নিজেকেই খুজে পাবেন অনবরত | বইটি সকল কর্পোরেট শুভাকাঙ্ক্ষীদের পড়া উচিত | জীবনে টাকা পয়সার বাইরেও আমাদের একটা জীবন আছে সেটাকেও সাথে নিয়ে আমাদের চলতে হবে | যারা জীবনের উদ্দেশ্য খুজছেন, মানব কল্যাণে বুক পেতে দারিয়ে যাওয়ার কথা ভাবছেন এই বইটি তাদের জন্য অনুপ্রেরণামূলক হতে পারে আমার বিশ্বাস |

বই কালেক্ট ফ্রম: studyayder

আমি একজন সেলসম্যান তানভীর শাহরিয়ার রিমন Pdf Direct ডাউনলোড link: click here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!