বিজ্ঞানীদের কাণ্ড কারখানা – রাগিব হাসান pdf Download
বিজ্ঞানীদের কাণ্ডকারখানা pdf download
বইয়ের নাম: বিজ্ঞানীদের কাণ্ডকারখানা
লেখকের নাম: রাগিব হাসান
ফাইল ফরম্যাট: পিডিএফ (pdf) √√
বিজ্ঞানীদের কাণ্ডকারখানা বই রিভিউ:
বিজ্ঞানী Norbert Wiener একদিকে যেমন প্রতিভাবান ছিলেন, তেমনি অন্যদিকে ভুলোমনাা ছিলেন।
তাকে
নিয়ে তাহলে একটি গল্প বলি শোনেন। অনেকদিন আগে, তিনি বাসা পাল্টাচ্ছিলেন, Cambridge থেকে পাশের নিউটন সিটিতে যাচ্ছিলেন।
উনার wife ভালো করেই জানতেন যে, Wiener ভুলোমন। নিজের বাসার এড্রেস ভুলে যাবেন। তাই ১টি কাগজে উইনারকে নতুন বাসার এড্রেস লিখে দিলেন।যাই হোক, উইনার যথা সময়ে বিশ্ববিদ্যালয়ে গেলেন।
তারপর কি হল- হঠাৎ করে তাঁর ১টা ম্যাথমেটিক্যাল প্রবলেন মাথায় আসল। এরপর তার হাতের সামনে কোনো পেপার না পেয়ে পকেট থেকে ১টা পেপার বের করে লিখতে আরম্ভ করলেন। কিন্তু তার প্রবলেমটি সলভ হলো না। তখন, তিনি বিরক্ত হয়ে পেপারটি ছিঁড়ে ফেলে দিলেন।
এরপর, দিনশেষে আবার বাসায় ফিরে এলেন। তখন দেখলেন যে সে ভুলে তার পুরানো বাসায় ফিরে এসেছেন!!!
এরপর, new বাসার এড্রেস লিখা পেপার খুঁজতে গেলে মনে পড়লো ওই কাগজ তো সেই কখন ফেলে দিয়েছেন! আচ্ছা, কথা হচ্ছে তিনি কিভাবে তার বাসা খুঁজে পেয়েছিলেন?
এরকম আরো অনেক
বিজ্ঞানীদের মজার মজার কতগুলো গল্প নিয়ে সাজানো হয়েছে Ragib Hasan এর বিজ্ঞানীদের কাণ্ড কারখানা – Bigganider Kando Karkhana 1 এবং বিজ্ঞানীদের কাণ্ড কারখানা ২ বই দুটি।