Sadat Hossen Pdf (১২টি বই ডাউনলোড)

অর্ধবৃত্ত সাদাত হোসাইন Pdf Download

বইয়ের নাম: অর্ধবৃত্ত

লেখকের নাম : সাদাত হোসাইন
প্রকাশনী : অন্যধারা পাবলিকেশন
মোট পৃষ্ঠা : ৩৮৬ পেজ

ক্যাটাগরি: উপন্যাস

১ম প্রকাশ: ২০২০ সাল
পার্সোনাল রেটিং : ৯.২/১০ √√

অর্ধবৃত্ত সাদাত হোসাইন বই রিভিউ

আমাদের লাইফের সবচেয়ে ইজি এবং কম্পলিকেট সমীকরণের নাম হল সম্পর্ক। প্রত্যেক মানুষ জন্মায় একটা সহজ সম্পর্ক নিয়ে। যেখানে ভান নেই, নেই কোন কপটতা এবং জটিল কোনো হিসেব-নিকেশ আর সমীকরন।
কিন্তু জন্মের পর বেড়ে উঠার সাথে সাথে সে তার বাকি জীবন একটু একটু করে জটিল থেকে জটিলতর সব সম্পর্কের নানা গলিঘুঁজিতে ঘুরে বেড়ায় এবং তখন সে সবচেয়ে বেশি বিভ্রান্ত তে ভোগে।

তখন তার কেবলই মনে হতে থাকে,  সে তার চারপাশের জগৎটাকে চিনতে পারছে না।
কিংবা চিনতে পারছে না নিজেকেই। সম্পর্কের সংযোগ থেকেই শুরু হয় নানাবিধ সংকট। যে চার দেয়ালের ঘর বন্ধন তৈরি করে, সেই দেয়ালই আবার হয়ে ওঠে বিভেদের বেড়াজাল।

জীবনের অভিজ্ঞতা সবাইকে বলতে বাধ্য করে যে, জীবনটা নাকি ১টা বৃত্তের মতো। কিন্তু সত্যি বলতে জীবন কিন্তু সেটা না।আচ্ছা, তাহলে যেকারো প্রশ্ন হতে পারে জীবন টা আসলে কী?
লাইফ যেখানেই থামুক, যেভাবেই থাকুক, তা কখনো পরিপূর্ণ হতে পারে না।
জীবণ সবসময় অপরিপূর্ণ অবস্থায় থাকে। আর এ জন্যই বলা যায়, জীবন কখনো বৃত্ত নয়।
জীবন মূলত অর্ধবৃত্ত।

এখন তাহলে প্রশ্ন, এ ‘অর্ধবৃত্ত’ টা কী?
উত্তরটা বলছঅ শুনুন, অর্ধবৃত্ত হচ্ছে মূলত ওইসব রিলেশন এর সংযোগ, সংকট ও সমীকরণের গল্প আর দেয়াল ও দ্বিধার গল্প।

এছাড়াও এ অর্ধবৃত্তে রয়েছে বিভেদ ও বন্ধনের গল্প যার আদ্যোপান্ত সবটা জুড়েই রয়েছে জীবন। আর হ্যা, সম্পর্ক যদি জীবনের কেন্দ্র হয়, জীবন তবে বৃত্ত।।
প্রশ্ন হচ্ছে, সেই জীবন কী পূর্ণ না অর্ধবৃত্ত?

বিঃদ্রঃ অর্ধবৃত্ত উপন্যাসের গল্পের শেষাংশের দিকটা বেশ যন্ত্রনা কাতর। বাকিটা পড়েই বের করুন..

অর্ধবৃত্ত সাদাত হোসাইন Pdf Download: ফাইল আপলোড এর কাজ চলছে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!