Currently set to Index
Currently set to Follow
একাদশ দ্বাদশ শ্রেণির সকল গাইড বই Pdf Download

মাহবুবুর রহমানের ict বই Pdf 2022-23 Download

হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, এ পোস্টে নতুন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ ও দ্বাদশ শ্রেণির বই ও  গাইড মাহবুবুর রহমান pdf ডাউনলোড লিঙ্কঃ- 

Note:- use vpn for download

গোবিন্দ চন্দ্র রায়ের বই ডাউনলোড করুন- Download

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ ও দ্বাদশ শ্রেণির বই ও গাইড মাহবুবুর রহমান pdf ডাউনলোড

আরও দেখুনঃ- 

বইঃ ব্যালেন্সিং স্ক্রু
লেখকঃ কাজী মাহবুব
ম্পাদকঃ সাঈদ আবরার
প্রকাশনায়ঃ হাসানাহ পাবলিকেশন
প্রচ্ছদঃ হাসানাহ টিম
পৃষ্ঠাঃ ১৪৪
মূল্যঃ ২০০ টাকা।
সভ্যতার শুরু থেকেই চলছে বিশ্বাস-অবিশ্বাসের লড়াই।সন্দেহের বীজ নিয়ে ঘুরানো অবিশ্বাসীদের প্রশ্ন কতই না কঠিন আমাদের কাছে। আদতে তা যে কিছুই না বিশ্বাসের যুক্তির কাছে।
অবিশ্বাসীদের চমকপ্রদ প্রশ্ন ও চ্যালেঞ্জের মোকাবেলায় যখন বিশ্বাসীরা হিমশিম খাচ্ছে।
হাসানাহ পাবলিকেশনের সদ্য প্রাকাশিত “ব্যালেন্সিং স্ক্রু” বইটি সেই নাস্তিকদের কূটকৌশলে গড়া পথ গুলোকে উন্মোচন করেছে। লেখক তার বিশ্বাসী চেতনা নিয়ে কলমকে অস্ত্র বানিয়ে সাহিত্যের রুপে পাঠকের নিকট তুলে ধরেছেন নাস্তিকতার বিরুদ্ধে।
বইটি ভূমিকাসহ দশটি পর্বে সাজানো হয়েছে।
বইটিতে গল্পে গল্পে নাস্তিকের মুখোশ উন্মোচন হবে। বইটি পড়া শুরু করার পর শেষ না করা অবধি বই ছেড়ে উঠতেই পারবে না পাঠক।
ইনশাআল্লাহ।
বইটিতে নাস্তিকের মিথ্যা অপশক্তির দৌরাত্ম্য,ইসলাম নিয়ে ষড়যন্ত্র,ইসলাম নির্মূলের নীলনকশা, ইসলামফোবিয়ার সকল ফাদ উন্মুক্ত হবে শব্দে শব্দে দলিল ও যুক্তির আলোকে।
জাকির নায়েক তার কথামালায়,আরিফ আজাদ তার লেখনীতে যেভাবে নাস্তিকের মূল উতপাটনের প্রয়াস চালিয়েছে,লেখক কাজী মাহবুব তার কলমের অস্ত্রে দলিল আর যুক্তিতে সেভাবেই সাজিয়েছেন”ব্যালেন্সিং স্ক্রু”।
আগামী প্রজন্মকে নাস্তিকতার বেড়াজাল থেকে মুক্ত করে আলোকিত এক পৃথিবী গড়ার প্রত্যাশায় লেখকের এ যেন এক মহা প্রয়াস “ব্যালেন্সিং স্ক্রু”।
পিডিএফ টুকু এক নিমিষেই শেষ করে পুরো বইটি পড়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।
সবশেষে বইটির সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা রইলো।

আর হ্যা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গাইড মাহবুবুর রহমান pdf download করতে সমস্যা হলে জানাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!