Books
ভারত ভ্রমণ বই PDF Download (All)
হুমায়ূন আহমেদ জীবনে পৃথিবীর অনেক দেশ ভ্রমণ করেছেন। সেই ভ্রমণের উপর ভিত্তি করে এই ভ্রমণ বিষয়ক বই pdf রচিত। এই বইটা অনেকটা উঁনার ভ্রমণ সমগ্রের মতো। এই বইটাতে উঁনার চারটাতে বইকে একত্র করেছে। এখানে উনার আমেরিকাতে অবস্থান কালে বিভিন্ন জায়গার ভ্রমণের বর্ণনা দেয়া আছে।
লেখকের বর্ণনার পটুতার জন্যে বইটা আমাদেরকে তখন সেই জায়গাতেই নিয়ে যাবে…সবকিছু কত বাস্তব মনে হয় এই বইটা পড়ার সময়। আর স্যারের চিরায়িত হাস্য রসাত্নক বিভিন্ন বর্ণনা তো আছেই! এই বইয়ের একটা বই ‘দেখা না দেখা’ বইটাতে দেখা যায় সমুদ্রসৈকতে স্যার নিজের শরীরে উল্কি আঁকান। উনি যে খুবই রসিক একজন মানুষ তা বইয়ের পরতে পরতে লক্ষ্য করা যায়…
ভারত ভ্রমণ বই PDF Download ডাউনলোড লিংকঃ